২৪/০১/২০২৫ইং (শুক্রবার) ক্লাসের সংক্ষিপ্ত বিবরণী:
👉 ১ম ক্লাস
বিষয়: হিন্দু আইন
শিক্ষক: জগদিশ স্যার
👇 আলোচনার বিষয় বস্তু
ধর্ম নিয়ে আলোচনা করেছেন।
সৎ (সত্য) + চিৎ (চেতনা) + আনন্দ = সচিদানন্দ
এগুলো বিস্তারিত আলোচনা করেছেন।
👉 ২য় ক্লাস
বিষয়: সংবিধান
শিক্ষক: শরীফ স্যার
👇 আলোচনার বিষয় বস্তু:
সংবিধানের ১১৮ হতে ১২৬ নং অনুচ্ছেদ নিয়ে আলোচনা করেছেন।
👉 ৩য় ক্লাস
বিষয়: আয়কর আইন (পড়িয়েছেন বিষয়ের বাইরে)
শিক্ষক: বুলবুল স্যার
👇 আলোচনার বিষয় বস্তু:
# আমলযোগ্য অপরাধ ঃ যে সকল অভিযোগে পুলিশ ওয়ারেন্ট ছাড়া গ্রেপ্তার করতে পারে।
# আমল অযোগ্য অপরাধঃ যে সকল অভিযোগে ওয়ারেন্ট ছাড়া গ্রেপ্তার করতে পারে না।
# আপোষযোগ্য অপরাধঃ যে সকল অভিযোগে বাদী-বিবাদী আদালতের বাহিরে আপোষ করে, আদালতে আবেদন করলে মামলা তুলে নেওয়া যায়।
# আপোষ অযোগ্য অপরাধঃ যে সকল অভিযোগে বাদী-বিবাদী আদালতের বাহিরে আপোষ করে, আদালতে আবেদন করলে মামলা তুলে নেওয়া যায় না।
# জামিনযোগ্য অপরাধঃ যে সকল অপরাধের ক্ষেত্রে আদালত জামিন প্রদান করতে বাধ্য।
# জামিন অযোগ্য অপরাধঃ যে সকল অপরাধের ক্ষেত্রে আদালত জামিন প্রদান করতে বাধ্য নয়।
👉 ৪র্থ ক্লাস
বিষয়: বৃটিশ সংবিধান
শিক্ষক: শ্রাবণী ম্যাম
👇 আলোচনার বিষয় বস্তু:
# বৃটিশ সংবিধান বা অলিখিত সংবিধানের সুবিধা-অসুবিধা সমূহ।
# বৃটিশ সংবিধান প্রতিষ্ঠার বিভিন্ন পদ্ধতি।
বৃটিশ বা অলিখিত সংবিধানের সুবিধাঃ
১। সুপরিবর্তনীয়
২। নমনীয়তা
৩। জনমতের প্রাধান্য
৪। বিপ্লবের আশংকা কম থাকে
৫। জরুরী অবস্থা মোকাবেলা।
৬। দ্রুত বিরোধ মীমাংসা
৭। কোন অনুচ্ছেদ বাতিল করতে হয় না।
বৃটিশ বা অলিখিত সংবিধানের অসুবিধাঃ
১। জনগনের আস্থাহীনতা
২। অধিকার সম্পর্কে জনগনের অজ্ঞতা
৩। নিশ্চয়তাহীনতা
৪। অস্পষ্টতা
৫। আইনের পার্থক্যহীনতা
বৃটিশ বা অলিখিত সংবিধানের সুবিধাঃ
১। পার্লামেন্ট কর্তৃক প্রণীত আইন
২। আদালতের সিদ্ধান্ত
৩। সাধারণ আইন
৪। বিভিন্ন সনদ বা চুক্তি
৫। শাসনতান্ত্রিক ব্যবস্থা
👉 ৫ম ক্লাস
বিষয়: ইকুইটি
শিক্ষক: শাম্মী ম্যাম
👇 আলোচনার বিষয় বস্তু:
# ইকুইটি বা ন্যায়পরতা কাকে বলে?
# ইকুইটির উদ্ভব ও ক্রমবিকাশ আলোচনা কর।
(প্যারামাউন্ট গাইডের ৪৭৯ পাতায় রয়েছে।)

