১৯/০৪/২০২৫ইং (শনিবার) ক্লাসের সংক্ষিপ্ত বিবরণী:
👉 ১ম ক্লাস
বিষয়: শ্রম আইন
শিক্ষক: আকরাম স্যার
👇 আলোচনার বিষয় বস্তু:
ধারা-৮৯ হতে ৯৯।
কল্যাণমূলক ব্যবস্থা (অষ্টম অধ্যায়)
ধারা-৮৯ঃ প্রাথমিক চিকিৎসা সরঞ্জাম
ধারা-৯০ঃ সেইফটি রেকর্ড বুক সংরক্ষণ
ধারা-৯০কঃ সেইফটি কমিটি গঠন
ধারা-৯১ঃ ধৌতকরণ সুবিধা
ধারা-৯২ঃ ক্যান্টিন
ধারা-৯৩ঃ খাবার কক্ষ
ধারা-৯৪ শিশু কক্ষ
ধারা-৯৪কঃ প্রতিবন্ধি শ্রমিকদের আবাসন সুবিধা
ধারা-৯৫ঃ চা বাগানে বিনোদন ও শিক্ষার সুবিধা
ধারা-৯৬ঃ চা বাগানে গৃহায়ন সুবিধা
ধারা-৯৭ঃ চা বাগানে দৈনন্দিন জিনিসপত্র প্রাপ্তির সুবিধা
ধারা-৯৮ঃ সংবাদপত্র শ্রমিকের জন্য চিকিৎসা পরিচর্যা
ধারা-৯৯ঃ বাধ্যতামূলক গ্রুম বীমা চালুকরণ
👉 ২য় ক্লাস
বিষয়: মুসলিম আইন
শিক্ষক: মুফতি আল-আমিন স্যার
👇 আলোচনার বিষয় বস্তু:
ইমাম আবু হানিফার সংক্ষিপ্ত পরিচিতি
নাম: নোমান ইবনে সাবিত
উপনাম: আবু হানিফা
জন্ম: ৮০ হি: (699 সাল)
মৃত্যু: ১৫০হি:
জন্মস্থান: কুফা, ইরাক
তার গবেষণা কেন্দ্রে ৪০ জন তার অধীনে গবেষণা করতেন। প্রায় ৩০ বছর গবেষণা করে হানাফী ল’ বা ইমাম আবু হানিফার দেয়া রায় বা সিদ্ধান্ত লিপিবদ্ধ করা হয়।
ইমাম আবু হানিফা ইজমা, কিয়াস, ব্যক্তিগত গবেষণা লব্ধ মতামত ইসতিহসান (জনকল্যাণমূলক কাজ) বা ইকুয়িটি ল’ এর উপর জোর দেন।
ফিকহ (আইন), উসুলে ফিকগ (আইনের মূলনীতি) সুন্দরভাবে বিন্যাস করেছেন।
👉 ৩য় ক্লাস:
বিষয়: চুক্তি আইন
শিক্ষক: আরিফ স্যার
👇 আলোচনার বিষয় বস্তু:
চুক্তির উপাদান সমূহ কি কি?
স্বাধীন সম্মতি বলতে কি বুঝ?
এই ২টি প্রশ্ন সকলকে লিখতে দিয়েছেন এবং সকলের খাতা চেক করেছেন এবং মৌখিকভাবেও জিজ্ঞেস করেছেন।
👉 ৪র্থ ক্লাস
বিষয়: আয়কর আইন (পড়িয়েছেন দন্ডবিধি)
শিক্ষক: বুলবুল স্যার
বি:দ্র: শিক্ষক কম থাকায় স্যার কলেজের সকল ব্যাচকে একত্রিত করে ক্লাস নিয়েছেন।
👇 আলোচনার বিষয় বস্তু:
সুরতহাল (Inquest Report) ও ময়না তদন্তের (Post Mortem)মধ্যে পার্থক্য।
সুরতহাল:
১। পুলিশ ম্যাজিষ্ট্রেটের উপস্থিতি/অনুমতি ক্রমে করে থাকেন।
২। ঘটনাস্থলে হয়ে থাকে।
৩। লাশের চিহ্ন, অবস্থান, দৃশ্য নিখুঁতভাবে লেখা হয়।
ময়নাতদন্ত:
১। সিভিল সার্জন/ডাক্তার করেন
২। মেডিকেল/হাসপাতাল মর্গে করা হয়ে থাকে।
৩। লাশের শরীরের অভ্যন্তরীন চিহ্ন, নির্দেশক খোজা হয়।
W/S- Witness Statement (স্বাক্ষীর জবানবন্দী)
C/W- Complement Witness (বাদী পক্ষের স্বাক্ষী)
T.I Parade- Test Identification Parade (যখন কোন ঘটনার আসামীর নাম জানা না থাকে তখন আসামীকে সনাক্ত করার জন্য একাধিকা আসামিকে হাজির করে মূল আসামীকে সনাক্ত করার প্রক্রিয়া।)
দোবারাদোষ - Double Geo Parde (CRPC-403)
Doctrine of allibie (অস্বীকার করা)



