২৫/০১/২০২৫ইং ক্লাস (শনিবার)

Rony Hossain



২৫/০১/২০২৫ইং (শনিবারক্লাসের সংক্ষিপ্ত বিবরণী:

 
👉 ১ম ক্লাস
বিষয়আয়কর আইন (পড়িয়েছেন বিষয়ের বাইরে)
শিক্ষক: বুলবুল স্যার

 👇 আলোচনার বিষয় বস্তু: 
# যৌতুক কাকে বলে?
# যৌতুক আইনের বিভিন্ন ধারা

যৌতুক ঃ বিবাহের কোন পক্ষ বিবাহের সময়/পূর্বে/পরে প্রতিদান হিসাবে পিতা-মাতা বা অপর কোন ব্যক্তির নিকট কোন কিছু প্রার্থনা/দাবী করাকে যৌতুক বলে।

যৌতুক আইনে মোট ধারার সংখ্যা ৯টি। 

ধারা ১ঃ নাম
ধারা ২ঃ সংজ্ঞা
ধারা ৩ঃ গ্রহণের শাস্তি (৫বছর/অর্থদন্ড/উভয়দন্ড)
ধারা ৪ঃ দাবীর শাস্তি 
(৫বছর/অর্থদন্ড/উভয়দন্ড)
ধারা ৫ঃ যৌতুকের চুক্তি অবৈধ।
ধারা ৬ঃ বাতিল
ধারা ৭ঃ বিচার করতে ১ম শ্রেণীর ম্যাজিষ্ট্রেট বা এর উপরে  এবং  মামলা করতে হবে ১ বছরের মধ্যে।
ধারা ৮ঃ আমল অযোগ্য, জামিন অযোগ্য তবে মিমাংসাযোগ্য
ধারা ৯ঃ নতুন কোন কিছু সংযোজন বা সংস্কার করা সম্ভব। 


 👉 ২য় ক্লাস
বিষয়
: চুক্তি আইন
শিক্ষকআরিফ স্যার

 👇 আলোচনার বিষয় বস্তু:
চুক্তির সংজ্ঞা প্রদান করুন। একটি বৈধ চুক্তির অত্যাবশ্যকীয় উপাদানগুলো বর্ণনা করুন। “সকল চুক্তি সম্মতি কিন্তু সকল সম্মতি চুক্তি নয়” ব্যাখ্যা করুন। 

১। একাধিক পক্ষ
২। প্রস্তাব ও স্বীকৃতি
৩। আইনগত সম্পর্ক
৪। আইনগত প্রতিদান
৫। চুক্তি সম্পাদনের যোগ্যতা
৬। স্বাধীন সম্মতি
৭। উদ্দেশ্যের বৈধতা
৮। নির্দিষ্টতা
৯। সম্পাদনের সম্ভব্যতা
১০। লিখিত ও নিবন্ধিত।


👉  ক্লাস
বিষয়: মুসলিম আইন
শিক্ষক: মুফতি আল-আমিন স্যার

 👇 আলোচনার বিষয় বস্তু:
# ইসলামী আইন ও আধুনিক আইনের মধ্যে সামঞ্জস্য ও ভিন্নতা আলোচনা কর।

ইসলামী আইন ও আধুনিক আইনের মধ্যে সামঞ্জস্যঃ
ইসলামী আইনে কিছু আইন রয়েছে মৌলিক ও কিছু আইন রয়েছে প্রাসঙ্গিক। মৌলিক আইনসমূহকে বলা হয় উসুল। আর ব্যাখ্যামুলক বা প্রাসঙ্গিক আইনকে বলে ফুরু। 
আধুনিক আইনেও কিছু মৌলিক আইন বা তত্ত্বগত আইন রয়েছে। আর কিছু রয়েছে ব্যবহারিক বা পদ্ধতিগত আইন। 

ইসলামী আইন ও আধুনিক আইনের মধ্যে ভিন্নতা বা পার্থক্য সমূহঃ
১। উৎপত্তিগত দিক থেকে পার্থক্য
২। উদ্দেশ্যগত দিক থেকে পার্থক্য
৩। ধর্ম নিরপেক্ষতার দিক থেকে পার্থক্য
৪। সীমাবদ্ধতার দিক থেকে পার্থক্য
৫। বর্জনের দিক থেকে পার্থক্য
৬। পালনে বাধ্য করার দিক থেকে পার্থক্য
৭। সংস্কার করার প্রশ্নে
৮। প্রকৃতিগত 
দিক থেকে পার্থক্য
৯। পরিবর্তনগত 
দিক থেকে পার্থক্য


👉 ৪র্থ ক্লাস
বিষয়: আইন বিজ্ঞান
শিক্ষক:  আল-আমিন স্যার

 👇 আলোচনার বিষয় বস্তু:
# ব্যক্তিগত সম্পত্তি আইনগত কিনা? 
# অপরের সম্পত্তির উপর কিভাবে অধিকার জন্মাতে পারে?
# পরার্থ দ্বায় কি?
# কপিরাইট, ট্রেডমার্ক কী ধরনের সম্পত্তি?