২৫/০৪/২০২৫ইং (শুক্রবার) ক্লাসের সংক্ষিপ্ত বিবরণী:
👉 ১ম ক্লাস
বিষয়: ইকুইটি
শিক্ষক: শাম্মী ম্যাম
👇 আলোচনার বিষয় বস্তু:
# ইকুইটির ম্যাগজিম কয়টি ও কিকি?
ইকুইটির ১২টি নীতিমালা বা ম্যাক্সিম সমূহ:
১। ন্যায়পরায়নতা প্রতিকারবিহীন অবস্থায় কোন অন্যায়কে অব্যহতি দিবে না।
২। ন্যায়পরায়নতা আইনকে অনুসরন করে
৩। ন্যায়পরায়নতা বিচার প্রার্থীকে অবশ্যই ন্যায়পরায়ন হতে হবে।
৪। ন্যায়পরায়নতা প্রার্থীকে অবশ্যই পরিস্কার হাতে আবেদন করতে হবে।
৫। বিলম্ব ন্যায়পরায়নতাকে ব্যর্থ করে।
৬। সমতাই ন্যায়পরায়নতা।
৭। বাহ্যিক আকৃতি অপেক্ষা ন্যায়পরায়নতা উদ্দেশ্যকে প্রাধান্য দিয়ে থাকে।
৮। যাহা করা উচিত ছিল, তাহা করা হইয়াছে বলিয়া ন্যায়পরায়নতা মনে করে।
৯। দায়িত্ব পালনের ইচ্ছা আছে বলিয়াই ন্যায়পরায়নতা মনে করে।
১০। ন্যায়পরায়নতা ব্যক্তিকেন্দ্রিক কাজ করে।
১১। যেক্ষেত্রে ন্যায়পরায়নতা দাবি উভয়ের ক্ষেত্রে সমান সেক্ষেত্রে সময়ের দিক দিয়ে অগ্রাধিকার প্রাধান্য পাইবে।
১২। ন্যায়পরায়নতার ক্ষেত্রে সমতা যেখানে বিদ্যমান সেখানে আইন প্রবল।
পয়েন্ট সমূহ নিয়ে বিস্তারিত আলোচনা করেছেন। এছাড়া আমাদের সিলেবাসের বিষয় ও নম্বর নিয়ে আলোচনা করেছেন।
👉 ২য় ক্লাস
বিষয়: সংবিধান
শিক্ষক: শরীফ স্যার
👇 আলোচনার বিষয় বস্তু:
মৌলিক অধিকার ও মানবাধিকার নিয়ে আলোচনা করেছেন।
👉 ৩য় ক্লাস
বিষয়: হিন্দ আইন
শিক্ষক: আরিফ স্যার
👇 আলোচনার বিষয় বস্তু:
# হিন্দু আইনের উৎস সমূহ কি কি?
হিন্দু আইনের প্রথাগত উৎস ৫টি। যথাঃ
১। শ্রুতি : বেদ, বেদাংক এবং উপনিশধ
# বেদ ৪টি যথা:
ক) রিক বেদ (বিভিন্ন মন্ত্র),
খ) শাম বেদ (উপাসনা, সংগীত ও গান)
গ) জজুর বেদ (যোগ্য ও পূজা প্রক্রিয়া)
ঘ) অর্থব বেদ (চিকিৎসা ও যাদু বিদ্যা)
# বেদাংক: ৬টি (হিন্দু ধর্মের ব্যাকারণ এর মত)
# ওপনিষধ: প্রাচীন ঋষি-মুনিষিদের সেবকগণ যে সকল জ্ঞান অর্জন করেন।
২। স্মৃতি: মানুসংহিতা, নারদসংহিতা, যাজ্ঞ্যবল্ক সংহিতা।
৩। পূরাণ: পৌরানিক কাহিনী সমূহ (রামায়ন, মহাভারত, ভগবত গীতা)
৪। পন্ডিতদের ব্যাখ্যা: দায়ভাগ ও মিতাক্ষরা মতবাদ
৫। প্রথা: প্রথা আইন পরিপন্থী হবে না এবং নিরবিচ্ছিন্ন থাকতে হবে।
১। নজির: আদালতের রায়ের মাধ্যমে যে সকল বিষয় আইনে পরিনত হয়েছে।
২। আইনসভা: আইনসভার মাধ্যমে প্রণীত আইন (১৯২৫ সালের উত্তরাধীকার আইন, পারিবারিক আইন ইত্যাদি)
৩। ফ্যাক্টাম ভ্যালেট: যে সকল কাজ করা উচিত নয় কিন্তু সে কাজ ঘটে গেলে তা মেনে নেওয়া হচ্ছে ফ্যাক্টাম ভ্যালেট।
👉 ৪র্থ ক্লাস
বিষয়: আইন বিজ্ঞান
শিক্ষক: আল-আমিন স্যার
👇 আলোচনার বিষয় বস্তু:



