২৬/০৪/২০২৫ইং (শনিবার) ক্লাসের সংক্ষিপ্ত বিবরণী:
👉 ১ম ক্লাস
বিষয়: শ্রম আইন
শিক্ষক: আকরাম স্যার
👇 আলোচনার বিষয় বস্তু:
#কর্মঘন্টা ও ছুটি (ধারা-১০০ হতে ১১৯)
কর্মঘন্টা ও ছুটি (নবম অধ্যায়)
ধারা-১০০: দৈনিক কর্মঘন্টা
ধারা-১০১: বিশ্রাম ও আহারের জন্য বিরতি
ধারা-১০২: সাপ্তাহিক কর্মঘন্টা
ধারা-১০৩: সাপ্তাহিক ছুটি
ধারা-১০৪: ক্ষতিপূরণমূলক সাপ্তাহিক ছুটি
ধারা-১০৫: কর্মঘন্টা সম্প্রসারণ
ধারা-১০৬: নৈশপালা শ্রমিকদের সাপ্তাহিক ছুটি
ধারা-১০৯: নারী শ্রমিকদের ক্ষেত্রে কর্মঘন্টা
👉 ২য় ক্লাস
বিষয়: আয়কর আইন (পড়িয়েছেন বিষয়ের বাহিরে)
শিক্ষক: বুলবুল স্যার
👇 আলোচনার বিষয় বস্তু:
# একই অপরাধে একই ব্যক্তিকে ২বার শাস্তি দেওয়া যাবে না।
শুধুমাত্র এই একটি টপিক নিয়েই বিস্তারিত আলোচনা করেছেন।
👉 ৩য় ক্লাস:
বিষয়: মুসলিম আইন
শিক্ষক: মুফতি আল-আমিন স্যার
👇 আলোচনার বিষয় বস্তু:
#বিভিন্ন প্রকার হাদিসের প্রকারভেদ।
১। হাদিসের বর্ণনাকারী (রাবী) এর সংখ্যা হিসেবে হাদীস ৩ প্রকার।
যথাঃ
ক) হাদিসে মুতাওয়াতির (অসংখ্য বর্ণনাকারী প্রতিযুগে)
খ) হাদিসে মাশহুর (যার বর্ণনাকারী অনেক, তবে সীমিত)
গ) খবরে ওয়াহেদ/হাদিসে ওয়াহেদ/হাদিসে আহাদ (যার বর্ণনাকারী কোন কোন যুগে ১ জন বা ২ জন)
২। হাদিসের মান হিসেবে আবার হাদীস ৩ প্রকার।
যথাঃ
ক) সহীহ হাদিস (সর্বাধিক বিশুদ্ধ)
খ) হাসান হাদিস (মোটামুটি বিশুদ্ধ)
গ) জয়ীফ হাদিস (দুর্বল হাদিস)
এছাড়াও স্যার ক্লাসে সালাতুত তাজবীহ পড়ার নিয়ম নিয়ে আলোচনা করেছেন এবং লিখেও দিয়েছেন।
👉 ৪র্থ ক্লাস
বিষয়: চুক্তি আইন
শিক্ষক: আরিফ স্যার
👇 আলোচনার বিষয় বস্তু:
# চুক্তিভঙ্গের কারণ সমূহ।
# চুক্তিভঙ্গের প্রতিকার সমূহ।
চুক্তিভঙ্গের প্রতিকারসমূহ:
১। চুক্তিরদকরণ বা খারিজকরণ।
২। খেসারত বা ক্ষতিপুরণ।
৩। কার্যানুপাতিক মূল্য প্রদানের জন্য মামলা। (Quantum Merit)
৪। নির্দিষ্ট চুক্তিপালন।
৫। নিষেধাজ্ঞা
৬। প্রত্যার্পণ


