১৫/১১/২০২৪ইং ক্লাস (শুক্রবার)

Rony Hossain

  

১৫/১১/২০২৪ইং (শুক্রবারক্লাসের সংক্ষিপ্ত বিবরণী:


👉 ১ম ক্লাস
বিষয়: হিন্দু আইন
শিক্ষক: জগদিশ স্যার

👇 আলোচনার বিষয় বস্তু: 

১। হিন্দু বিবাহ বলতে কি বুঝ? বিবাহ সম্পন্ন হতে কি কি উপাদান প্রয়োজন আলোচনা কর। বিবাহের শ্রেণী বিভাগগুলো আলোচনা কর।
২। হিন্দু আইনে বিবাহ কোন চুক্তি নয়, বরং ইহা একটি ধর্মীয় অনুষ্ঠান - এই উক্তিটি আলোচনা কর।
৩। বাংলাদেশী হিন্দুদের মধ্যে কি তালাক প্রথা প্রচলিত আছে? হিন্দু বিবাহ কি বিচ্ছেদ যোগ্য?

বিবাহের শ্রেণী বিভাগ:
ক) অনুমোদিত বিবাহঃ ৪ প্রকার
১। ব্রাহ্মণ বিবাহ
২। দৈব বিবাহ
৩। অর্শ বিবাহ
৪। প্রজাপতি বিবাহ

ক) অনঅনুমোদিত বিবাহ ৪ প্রকার
১। গন্ধর্ব বিবাহ
২। রাক্ষস বিবাহ
৩। পৈচাশ বিবাহ
৪। অসুরা বিবাহ



👉 ২য় ক্লাস

বিষয়: সংবিধান
শিক্ষক: শরীফ স্যার

 👇 আলোচনার বিষয় বস্তু:

সংবিধানের ৩৭, ৩৮, এবং ৩৯ নং অনুচ্ছেদ নিয়ে আলোচনা করেছেন।




👉৩য় ক্লাস

বিষয়: আইন বিজ্ঞান
শিক্ষক: আল-আমিন স্যার

 👇 আলোচনার বিষয় বস্তু:

ফৌজদারী দায় নির্ধারণের নীতি: 
১। অপরাধীর উদ্দেশ্য অনুসারে
২। অপরাধের ব্যাপকতা
৩। অপরাধীর স্বভাব চরিত্র
৪। একই অপরাধের পুনরাবৃত্তি (দন্ডবিধি :৭৫ ধারা, শাস্তিবৃদ্ধি)
৫। মানবিক বিবর্জিত কাজ
৬। ইচ্ছাকৃত অপরাধ করলে সাজা বেশি
৭। তথ্যগত ভুলে দায় হতে অব্যাহতি
৮। প্রাকৃতিক দুর্ঘটনার মাধ্যমে হলে দায় মুক্তি।

দেওয়ানী দায় ও ফৌজদারী দায়ের মধ্যে পার্থক্য:
১। সংজ্ঞা
২। স্বভাব চরিত্র বিবেচনা
৩। উদ্দেশ্য বিবেচনা
৪। বিষয়বস্তুগত


👉৪র্থ ক্লাস

বিষয়: চুক্তি আইন
শিক্ষক: শ্রাবণী ম্যাম

 👇 আলোচনার বিষয় বস্তু:
চুক্তি আইন ১৮৭২ সালের ৯নং আইন।
এই আইনের ২৩৮ টি ধারা রয়েছে।
এই আইন ১৮৭২ সালের ১লা সেপ্টেম্বর কার্যকর হয়।
চুক্তির সংজ্ঞা আলোচনা করেছেন। (সব মুখস্ত করিয়েছেন ক্লাসেই)
চুক্তি আইনের সংজ্ঞা এই আইনের ২(এইচ) ধারায় বর্ণণা করা হয়েছে।
চুক্তি আইন মূলত ২টি বিষয় নিয়ে কাজ করে। সেগুলো হল:
১। চুক্তি আইনের কতিপয় অংশের সংজ্ঞা নিরুপনের জন্য।
২। চুক্তি আইনের কতিপয় অংশের সংশোধন।

এছাড়াও প্রস্তাব, সম্মতি, অঙ্গীকার এবং চুক্তির সংজ্ঞা আলোচনা করেছেন।