১৬/১১/২০২৪ইং ক্লাস (শনিবার)

Rony Hossain

   

১৬/১১/২০২৪ইং (শনিবারক্লাসের সংক্ষিপ্ত বিবরণী:

আকরাম স্যার অনুপস্থিত থাকায় শ্রম আইন ক্লাসটি হয়নি।


👉
 ১ম ক্লাস
বিষয়: ইসলামিক আইন
শিক্ষক: মুফতি আল-আমিন স্যার

👇 আলোচনার বিষয় বস্তু:

উত্তরাধিকারীর সম্পদ বন্টনের অংক করিয়েছেন ।

অংক -১: 
জনাব ওয়াহিদ ৮০ কাঠা সম্পদের মালিক ছিলেন। তিনি মৃত্যুকালে ভাই-বোন, ২ স্ত্রীয় এবং ৫ মেয়ে রেখে মৃত্যুবরণ করেন। এখন তার সম্পদের বন্টনটি কিভাবে হবে তা অংক করে দেখিয়েছেন।


অংক -২: 
জনাবা জরিনা ২০ কাঠা সম্পদের মালিক ছিলেন। তিনি মৃত্যুকালে ৪বোন, মা, ১ মেয়ে এবং স্বামীকে রেখে মৃত্যুবরণ করেন। এখন তার সম্পদের বন্টনটি কিভাবে হবে তা অংক করে দেখিয়েছেন।

এছাড়াও Doctrine of আউল এবং Doctrine of রদ নিয়ে আলোচনা করেছেন।

 (যারা যারা ক্লাস করছেন না, তারা মিস করেছেন)




 👉 ২য় ক্লাস 
বিষয়: সুনির্দিষ্ট প্রতিকার আইন
শিক্ষক: আরিফ স্যার

 👇 আলোচনার বিষয় বস্তু:

৮ ও ৯ ধারা নিয়ে আলোচনা করা হয়েছে। এছাড়া ৮ ও ৯ ধারার পার্থক্য নিয়ে আলোচনা করেছেন। আগামী ক্লাসে ৮ ও ৯ ধারার পার্থক্য নিয়ে পরীক্ষা নিবেন স্যার।


👉 ৩য় ক্লাস
বিষয়: আয়কর আইন (পড়িয়েছেন অপরাধ বিজ্ঞান)
শিক্ষক: বুলবুল স্যার

👇 আলোচনার বিষয় বস্তু:
ইতালিয়ান দার্শনিক Lambroso অপরাধীদের ১৬ ধরনের চেহারার কথা উল্লেখ করেছেন। 
১। বিকৃত মাথা
২। চোখের বিকৃত রূপ
৩। বর্ধিত চোয়াল
৪। মাংশাসী ঠোট
৫। অস্বাভাবিক দাঁত
৬। বাকা কপাল
৭। খসখসে চামড়া
৮। বাকা নাক ইত্যাদি।

অপরাধ বিজ্ঞানের জনক Erric Ferri এর মতে অপরাধ হবার কারণগুলো হল:
১। দৈহিক/ভৌগলিক কারণ
২। নৃতাত্বিক কারণ
৩। মানসিক/সামাজিক কারণ

অপরাধ বিজ্ঞানের জনক Erric Ferri এর মতে অপরাধ ৫ প্রকার। যথাঃ
১। জন্মগত অপরাধী
২। সাময়িক অপরাধী
৩। আবেগী অপরাধী
৪। নির্বোধ অপরাধী
৫। স্বভাবজাত অপরাধী

আগামী ক্লাসে অপরাধ সংঘটনের Motive/Intension নিয়ে আলোচনা হবে।