২৮/০৯/২০২৪ইং ক্লাস (শনিবার)

Rony Hossain

 

২৮/০৯/২০২৪ইং (শনিবার) ক্লাসের সংক্ষিপ্ত বিবরণী:

👉 ১ম ক্লাস
বিষয়: শ্রম আইন
শিক্ষক: আকরাম স্যার

 

👇 আলোচনার বিষয় বস্তু:

ধারা ২১ : ছাঁটাইকৃত শ্রমিকের পুনঃনিয়োগ
ধারা ২২ : চাকুরী হইতে ডিসচার্জ
ধারা ২৩ : অসদাচরণ এবং দণ্ড-প্রাপ্তির ক্ষেত্রে শাস্তি 

সকলেই বিস্তারিত দেখে নিবেন নিজ দায়িত্বে। এতোগুলো ধারা এখানে বিস্তারিতভাবে লিখতে পারলাম না।

 

👉 ২য় ক্লাস
বিষয়: ইসলামিক আইন
শিক্ষক: মুফতি আল-আমিন স্যার

 

👇 আলোচনার বিষয় বস্তু:

হানাফী সুন্নী উত্তরাধীকার আইন যারা যার সম্পত্তি পাবে নাঃ

১। হত্যাকারী ওয়ারিশ
২। ধর্মত্যাগী
৩। শক্রদেশের বাসিন্দা
৪। পালনক সন্তান
৫। চাকর/গোলাম

 

এছাড়াও গত ক্লাসের পড়াগুলো রিপিট করেছেন। যা নীচে তুলে ধরা হল:

মৃত ব্যক্তির সম্পত্তি বন্টননীতি:

মৃত ব্যক্তির রেখে যাওয়া সম্পদ নিচের ক্রমানুসারে বন্টন হবে।

১। কাফন-দাফন
২। ঋণ পরিশোধ
৩। অসিয়ত, ১/৩ সম্পত্তি থেকে
৪। উত্তরাধীকার সনদ উত্তোলন খরচ (যেমন: খাজনা-খারিজ ও অন্যান্য খরচ)
৫। উত্তরাধীকারীদের মধ্যে বন্টন।

 

উত্তরাধীকারী কারা?

১। জাবুল ফুরুজ বা কোরানিক শেয়ারার বা অংশীদার (পবিত্র কোরআনো যে ১২ জনের কথা ঘোষণা করা হয়েছে)
২। জাবুল আসাবাত বা অবশিষ্ট ভোগী
৩। জাবুল আরহাম বা দূরবর্তী আত্নীয়

 

 

👉 ৩য় ক্লাস
বিষয়: সুনির্দিষ্ট প্রতিকার আইন
শিক্ষক: আরিফ স্যার

 

👇 আলোচনার বিষয় বস্তু:

ধারা : ৩১ – দলিল সংশোধন নিয়ে আলোচনা করা হয়েছে। ৩টি ক্ষেত্রে দলিল সংশোধন করা সম্ভব। যথা:

১। প্রতারণা
২। পারস্পরিক ভুল
৩। দলিলের প্রকৃত উদ্দেশ্য বোঝা না গেলে।

ধারা : ৩২ – পক্ষসমূহের ইচ্ছা সম্বন্ধে অনুমান।

ধারা : ৩৩ – সংশোধনের মূলনীতি। অর্থ, ফলাফল এবং ভাষা

ধারা : ৩৪ – সংশোধিত চুক্তি সুনির্দিষ্টভাবে কার্যকর করণ

ধারা : ৩৫ – চুক্তি রদ । ৩টি ক্ষেত্রে একটি চুক্তি রদ হতে পারে। যথা:

১। বাতিলযোগ্য বা বাদী কর্তৃক বিলোপযোগ্য
২। বাদীর চেয়ে বিবাদীর দোষ বেশি থাকলে
৩। আদালতের নির্দেশে মূল্য পরিশোধে ব্যর্থ হলে।

ধারা: ৩৬ – ভুলের জন্য রদ

ধারা: ৩৭- চুক্তি সুনির্দিষ্ট কার্যসম্পাদনের বিকল্প হিসেবে চুক্তি রদের প্রার্থনা

ধারা: ৩৮- আদালত যার পক্ষে রায় দিবে তাকে ক্ষতিপূরণ দিতে বলবে।

 

👉 ৪র্থ ক্লাস
বিষয়: নির্দিষ্ট হয়নি।
শিক্ষক: আফিয়া আপু

 

👇 আলোচনার বিষয় বস্তু:

বুলবুল স্যারের ক্লাসটি হয়নি, এর পরিবর্তে আফিয়া আপু (যিনি এবছর এলএলবি পরীক্ষায় সারা বাংলাদেশে ১ম স্থান অর্জন করেছেন এবং আমাদের কলেজ থেকেই পরীক্ষা দিয়েছিলেন)। আজকে আপু সবার সাথে পরিচিত হয়েছেন এবং কিভাবে লেখা-পড়ায় ভাল করা যায় সে বিষয়ে  পরামর্শ প্রদান করেন।

 

বি.দ্র:

এখন থেকে উনি আমাদের রেগুলার যে কোন একটি বিষয়ের উপর ক্লাস নেবেন। বিষয়টি এখনও নির্দিষ্ট নয়। তবে সম্ভবত আইন বিজ্ঞান বা অন্য কোন বিষয় হতে পারে।