০৪/১০/২০২৪ইং (শুক্রবার) ক্লাসের সংক্ষিপ্ত বিবরণী:
👉 ১ম ক্লাস
বিষয়:
হিন্দু আইন
শিক্ষক: জগদীশ স্যার
👇 আলোচনার বিষয় বস্তু:
মিতাক্ষরা,
সনাতন ধর্মীয় প্রাচীন মতবাদ। এই মতবাদের প্রবক্তা হলেন বিজ্ঞান ঈশ্বর
১।
মিতাক্ষরা সুপ্রাচীন একটি ধর্ম।
২। রচয়িতা হল বিজ্ঞান ঈশ্বর
৩। বিজ্ঞান ঈশ্বর একটি ব্যক্তির নাম।
দায়ভাগ মতবাদ প্রবর্তক হল জীমুত বাহন। (১৩০০-১৪০০ খ্রি:)
১। দায়ভাগ আধুনিক শব্দ
২। মিতাক্ষরা পুরাতন শব্দ
দায়ভাগ মতবাদ বাংলাদেশের নিয়ম মেনে চলে।
মতবাদ: ধর্মীয় মতবাদ বলতে আমরা বুঝি যে কোন ধর্মের প্রার্থীব/ জাগতিক যে বিষয়াদী চোখে
দেখা যায় ও হাত দিয়ে ম্পর্শ করা যায়) ……………
সনাতন ধর্ম গ্রন্থসমূহ:
১। বেদ
২। সংহিতা
৩। পুরান
৪। গীতা
৫। উপনিষদ
👉 ২য় ক্লাস
বিষয়: সংবিধান
শিক্ষক: শরীফ স্যার
👇 আলোচনার বিষয় বস্তু:
ধারা : ১৫ ( সংশ্লিষ্ট বিষয়ে বিস্তরিত আলোচনা করতে গিয়ে ক্লাস
শেষ করে ফেলেছেন।)
👉 ৩য় ক্লাস
বিষয়: রাজস্ব আইন
শিক্ষক: বুলবুল স্যার
👇 আলোচনার বিষয় বস্তু:
আয়করের কানুন/নীতি/সূত্র সমূহ (৭টি)
সকলেই বুলবুল স্যারের ৫নং সীট টি (প্রথম পাতায়) দেখে নিবেন।
👉 ৪র্থ ক্লাস
বিষয়: ইকুইটি আইন
শিক্ষক: শাম্মী ম্যাম
👇 আলোচনার বিষয় বস্তু:
কমন ল এবং ইকুইটির সম্পর্ক আলোচনা
সাধারণ আইন ও ইকুইটির মধ্যে অত্যন্ত ঘনিষ্ট সম্পর্ক বিদ্যমান।
ইকুইটি ছাড়া কমন ল বা সাধারণ আইন চলতে পারে না। আবার কমন ল বা সাধারণ আইন ইকুইটি ছাড়া
চলতে পারে না। ইকুইটি আইন সাধারণ আইনকে অস্বীকার করে না। আবার কমন ল ইকুইটি কে অস্বীকার
করে না। নিম্নে কমন ল এবং ইকুইটি আইনের মধ্যে সম্পর্ক আলোচনা করা হল।
১। একই উদ্দেশ্য
২। আইনকে অনুসরণ
৩। নিজস্ব এখতিয়ার
৪। একটি ছাড়া অন্যটি অচল।
পরের ক্লাসে দেখে আসবেন “ ইংল্যান্ডে সাধারণ আইন ও ইকুইটি আইনের মধ্যে পার্থক্য। এটা
নিয়ে হালকা আলোচনা করা হয়েছে।

