২৭/০৯/২০২৪ইং (শুক্রবার) ক্লাসের সংক্ষিপ্ত বিবরণী:
👉 ১ম
ক্লাস
বিষয়: হিন্দু আইন
শিক্ষক: জগদীশ স্যার
👇 আলোচনার
বিষয় বস্তু:
# হিন্দু আইনে মতবাদ বলতে কি বুঝ? মতবাদের উৎপত্তি আলোচনা
কর।
# প্রধান ২টি মতবাদ বর্ণনা সহ আলোচনা কর।
# দায়ভাগ ও মিতাক্ষরা মতবাদের পার্থক্য আলোচনা কর।
(প্যারামাউন্ট গাইডের ৫৫১ পৃষ্ঠায় দেখুন)
👉 ২য়
ক্লাস
বিষয়: আইন বিজ্ঞান
শিক্ষক: প্রক্সি ক্লাস নিয়েছেন এক বড় ভাই
👇 আলোচনার
বিষয় বস্তু:
আইন বিজ্ঞানের সংজ্ঞা
আইন বিজ্ঞানের প্রকৃতি ও পরিধি
আইন বিজ্ঞান পাঠের গুরুত্ব ও প্রয়োজনীয়তা
(প্যারামাউন্ট গাইডের ১ (ক) নং প্রশ্ন, পৃষ্ঠাঃ ৫১-৫৫)
👉 ৩য়
ক্লাস
বিষয়: সুনির্দিষ্ট প্রতিকার আইন
শিক্ষক: আরিফ স্যার
👇 আলোচনার
বিষয় বস্তু:
ধারাঃ ১৯ - কতিপয় ক্ষেত্রে সুনির্দিষ্ট প্রতিকারের পাশাপাশি
ক্ষতিপূরণ মূলক প্রতিকার আদালত প্রদান করতে পারে। অর্থাৎ ১৯ ধারা অনুযায়ী আদালত ২ ধরনের
সিদ্ধান্ত দিতে পারে। যথা:
১। চুক্তি সুনির্দিষ্টভাবে কার্যসম্পাদনের পরিবর্তে ক্ষতিপূরণ
প্রদানের আদেশ।
২। চুক্তি সুনির্দিষ্টভাবে সম্পাদনের আদেশ সহ বা অতিরিক্ত
হিসাবে ক্ষতিপূরণ প্রদানের আদেশ।
(বি.দ্র. শুধুমাত্র ৮ এবং ৯ ধারায় আদালত সুনিদিষ্টি প্রতিকার
দিতে বাধ্য, এছাড়া বাকী ধারাগুলো আদালতের স্বেচ্ছাধীন ক্ষমতার উপর নির্ভর করে)
ধারাঃ ২৯ - খারিজের পর চুক্তিভঙ্গের মামলায় ক্ষতিপূরণের জন্য
পুনরায় মামলা করা যাবে না। অর্থাৎ চুক্তিভঙ্গের মামলা আদালত কর্তৃক খারিজ হয়ে গেলে
পরবর্তীতে ক্ষতিপূরণের জন্যও আবেদন করা যাবে না।
(একে বলা হয়
Res-Judicata অথবা Double Jeopardy এবং বাংলায় দোবারাদোষ যা কিনা নিচের ধারাগুলোতেও
আলোচনা করা হয়েছে।
CrPC - 403 ধারা
CPC-11 ধারা
Evidence Act (স্বাক্ষ্য আইন) -40 ধারা
Specific Relief Act (সুনির্দিষ্ট প্রতিকার আইন) -29 ধারা
Constitution (সংবিধান)-35(ii) অনুচ্ছেদ
ধারাঃ ২০ - ক্ষতিপূরণ পূর্বনির্ধারিত হলেও সুনির্দিষ্ট কার্য
সম্পাদনের মামলা করা যেতে পারে।
(কোন চুক্তিতে যদি চুক্তিভঙ্গের ফলে ক্ষতিপূরনের কথা আগেই
উল্লেখ করা থাকে তবুও চাইলে সুনির্দিষ্ট কার্য সম্পাদনের মামলা করা যাবে)
ধারাঃ ২২ - সুনির্দিষ্ট
প্রতিকার প্রদান করা আদালতের স্বেচ্ছাধীন ক্ষমতা তবে তা স্বেচ্ছাচারীতা নয় বরং তা নিখুঁত,
যুক্তিযুক্ত ও বিচারবিভাগীয় মূলনীতি দ্বারা নিয়ন্ত্রিত এবং আপিল আদালত কর্তৃক সংশোধনযোগ্য।
২ টি ক্ষেত্রে আদালত সুনির্দিষ্ট প্রতিকার প্রদান নাও করতে
পারে। যথাঃ
১। বিবাদীর প্রতি বাদীর অন্যায় সুবিধা আছে ( Unfair Advantage )
২। বিবাদীর প্রতি কঠোরতা ( Hardship )
সান্তনাপ্রদ ক্ষতিপূরণ ( Solatium) :
Solatium বলতে সান্তনামূলক ক্ষতিপূরণ বুঝায়। মূলত যে ক্ষেত্রে
সুনির্দিষ্ট প্রতিকার প্রদান সম্ভব নয় সেক্ষেত্রে আদালত এইরূপ সান্তনামূলক ক্ষতিপূরণ
দিতে পারে।
এছাড়াও বইয়ের বাইরে অতিরিক্ত কিছু জিনিস আরিফ স্যার আমাদের
শিখিয়েছেন। যেমন:
Act - যখন কোন আইন সংসদের বিলের মাধ্যমে উত্থাপিত হয়ে রাষ্ট্রপতি
কর্তৃক স্বীকৃতির মাধ্যমে (স্বীকৃতি ছাড়াও হতে পারে) প্রনয়ন করা হয়।
Ordinance - যখন সংসদ বিলুপ্ত থাকে এবং জরুরী প্রয়োজনে রাষ্ট্রপতি
তার ক্ষমতা বলে যখন কোন আইন প্রনয়ন করেন।
Order - যুদ্ধ পরবর্তী সময়ে হতে সংসদ গঠনের পূর্ববর্তী সময়ে যে সকল আইন প্রনয়ণ করা
হয়।
in addition - একটি বিষয়ের সাথে সাথে আরেকটি বিষয় চাওয়া
in substitution - একটি বিষয়ের পরিবর্তে অন্য আরেকটি বিষয় চাওয়া
Article বা অনুচ্ছেদ - যার উপর ভিত্তি করে আইন গঠিত হয়। যেমন
সংবিধান, Article বা সংবিধানে হয়ে থাকে। এছাড়াও
আরও কিছু ক্ষেত্রে অনুচ্ছেদ হয়ে থাকে।
Section বা ধারা - আইনের ক্ষেত্রে হয়ে থাকে।
সেকশন > সাব সেকশন > ক্লজ > সাব ক্লজ
এছাড়াও আরও অনেক কিছু শিখিয়েছেন যা এখানে বুঝিয়ে বলা সম্ভব
নয়।
👉 ৪র্থ
ক্লাস
বিষয়: ইকুইটি আইন
শিক্ষক: শাম্মী ম্যাম
👇 আলোচনার
বিষয় বস্তু:
বন্ধক উদ্ধারে ন্যায়ভিত্তিক প্রতিকার বলতে কি বুঝ?
কখন বন্ধক উদ্ধারের অবসান বা পরিসমাপ্তি ঘটতে পারে?

