০৭/০৯/২০২৪ইং (শনিবার) ক্লাসের সংক্ষিপ্ত বিবরণী:
👉 ১ম ক্লাস
বিষয়: সুর্নিদিষ্ট প্রতিকার আইন
শিক্ষক: আরিফ স্যার
👇 আলোচনার বিষয় বস্তু:
১২ ধারা অনুযায়ী যে সকল ক্ষেত্রে চুক্তি সুনির্দিষ্টভাবে কার্যকর করা যেতে
পারে:
১২ ধারাতে ৪টি ক্ষেত্রে একটি সুনির্দিষ্ট কার্য সম্পাদনের জন্য আদালত আদেশ
দিতে পারেন।
১. চুক্তিভুক্ত কাজ পুরোপুরি বা আংশিকভাবে একটি ট্রাস্টের অন্তর্ভুক্ত
হলে।
২. চুক্তিভঙ্গের ফলে ক্ষতি নির্ণয়ের কোন মানদন্ড না থাকলে।
৩. আর্থিক ক্ষতিপূরণ পর্যাপ্ত না হলে।
৪. আর্থিক ক্ষতিপূরণ পাওয়ার সম্ভাবনা না থাকলে।
এছাড়া ১২ ধারার শেষাংশে বলা হয়েছে-
# স্থাবর সম্পত্তি হস্তান্তরের চুক্তিভঙ্গের পর্যাপ্ত প্রতিকার আর্থিক
ক্ষতিপূরণ প্রদানের মাধ্যমে সম্ভব নয়
# অস্থাবর সম্পত্তির ক্ষেত্রে চুক্তিভঙ্গের প্রতিকার আর্থিক ক্ষতিপূরণের
মাধ্যমে পূরণ করা সম্ভব। আর যদি ভিন্নরূপ কিছু প্রমানিত হয় সেক্ষেত্রে অস্থাবর সম্পত্তি
সম্পর্কিত চুক্তির সুনির্দিষ্ট কার্য সম্পাদন সম্ভব।
এছাড়াও ১২ ধারার বিপরীত ২১ ধারা নিয়ে কথা বলেছেন। ২১ ধারার ৮টি ক্ষেত্রে
চুক্তিসমূহ সুনির্দিষ্টভাবে কার্যকর যোগ্য নয়। এগুলো নিয়ে আগামী ক্লাসে স্যার আলোচনা
করবেন।
👉 ২য় ক্লাস
বিষয়: ইসলামিক আইন
শিক্ষক: মুফতি আল-আমিন স্যার
👇 আলোচনার বিষয় বস্তু:
ছিহাহ সিত্তা বা বিশুদ্ধ ৬টি হাদিস:
১। বুখারী শরীফ -লেখক: ইমাম বুখারী (১৯৪হি: - ২৫৬ হি:)
২। মুসলিম শরীফ- লেখক: ইমাম মুসলিম (২০২/২০৪/২০৬হি: - ২৬১হি:)
৩। তিরমিজি শরীফ- লেখক: ইমাম তিরমিজি (২০৯/২১০হি: - ২৭৯হি:)
৪। আবু দাউদ শরীফ- লেখক: ইমাম আবু দাউদ ((২০২হি: - ২৭৫হি:)
৫। নাসাই শরীফ - লেখক: ইমাম নাসাই (২১৫হি: - ৩০৩হি:)
৬। ইবনে মাজাহ শরীফ- লেখক: ইমাম ইবনে মাজাহ (২০৯হি: - ২৭৩হি:)
(ব্র্যাকেটের ভিতরে জন্ম ও মৃত্যুর সাল দেয়া)
হাদিসের প্রকার ভেদ:
এক হিসাবে হাদিস ৩ প্রকার। যথা:
১। সহীহ হাদিস - এ গ্রেডের হাদিস
২। হাসান হাদিস - বি গ্রেডের হাদিস
৩। জয়ীফ হাদিস - সি গ্রেডের হাদিস
👉 ৩য় ক্লাস
বিষয়: রাজস্ব আইন
শিক্ষক: বুলবুল স্যার
👇 আলোচনার বিষয় বস্তু:
মুনাফা,
প্রভিডেন্ট ফান্ড,
অব্যাহতি ও কর্তন,
বার্ষিক মূল্য,
লভ্যাংশ,
স্থানীয় কর্তৃপক্ষ,
বাজার মূল্য,
ন্যায্য বাজার মূল্য ইত্যাদি বিষয়ে পড়ানো হয়েছে।
(এগুলো স্যারের ৪র্থ সীটে রয়েছে, উপরে দেওয়া আছে)
বি.দ্র.
আকরাম স্যার ছুটিতে থাকায় শ্রম আইনের ক্লাসটি হয়নি। অর্থাৎ ৩টি ক্লাস হয়েছে।

