০৬/০৯/২০২৪ইং (শুক্রবার) ক্লাসের সংক্ষিপ্ত বিবরণী:
👉 ১ম
ক্লাস
বিষয়: হিন্দু আইন
শিক্ষক: জগদীশ স্যার
👇 আলোচনার বিষয় বস্তু:
# হিন্দু আইনের উৎস্য আলোচনা কর।
”যখন হিন্দু পরিবার এক রাজ্য থেকে অন্য রাজ্যে
যায়, তখন তাহার সাথে ব্যক্তিগত আইনও বহন করে” আলাচনা কর।
হিন্দু আইনের উৎস সমূহ:
ক। আনুষ্ঠানিক উৎস
খ। ব্যবহারিক উৎস
ক। আনুষ্ঠানিক উৎস সমূহ:
১। শ্রুতি
২। স্মৃতি
৩। বেদ (কর্মকান্ড ও জ্ঞানকান্ড)
৪। পুরান (পুরাতন রাজা-বাদশাহদের জ্ঞানমূলক কাহিনী)
৫। উপনিষদ (বেদের বিভিন্ন অংশ, ১০৮টি রয়েছে)
৬। সংহিতা (সকল মন্ত্র যেখান সংগৃহীত)
৭। ব্যাখ্যা বা নিবন্ধ
৮। প্রথা
৯। ফ্যাকটাম ভ্যালেট (যাহা বারণ করা হয়েছে না করার জন্য, কিন্তু করলে মেনে নিতে বলা
হয়েছে)
খ ব্যবহারিক উৎসসমূহ:
১। আদালতের সিদ্ধান্ত
২। বিধিবদ্ধ আইন
৩। সুবিচার
৪। ন্যায়পরায়নতা
👉 ২য় ক্লাস
বিষয়: সংবিধান
শিক্ষক: শরীফ স্যার
👇 আলোচনার
বিষয় বস্তু:
সংবিধানের প্রস্তাবনার গুরুত্ব
১। জাতির দিক নির্দেশক
২। ব্যাখ্যাকারক
এছাড়া সংবিধানের প্রথম ৪টি অনুচ্ছেদ নিয়ে আলোচনা করা হয়েছে।
👉 ৩য় ক্লাস
বিষয়: রাজস্ব আইন
শিক্ষক: বুলবুল স্যার
বি.দ্র. আল-আমিন স্যার না আসায়, বুলবুল স্যার ক্লাস নিয়েছেন।
👇 আলোচনার
বিষয় বস্তু:
আয়ের খাতসমূহ কি কি?
১। বেতন খাত (সরকারি বা বেসরকারি)
২। সিকিউরিটি সুদ (শেয়ার বা ঋণপত্র)
৩। গৃহসম্পত্তি থেকে আয়
৪। কৃষি খাতে আয়
৫। ব্যবসা বা পেশা
৬। মূলধনী লাভ (বিক্রয়, বিনিময় বা হস্তান্তর)
৭। অন্যান্য উৎস (লভ্যাংশ, সুদ, স্বত্ব ভাড়া, পেশা বা সেবাদানের ফি, যন্ত্রপাতি, কলবব্জা,
আসবাবপত্র ভাড়া ইত্যাদি)
করদাতার শ্রেনীবিভাগ ও মর্যাদা:
১। ব্যক্তিগত মর্যাদা ও
২। আবাসিক মর্যাদা
ব্যক্তি: ২ (৬৯)
ধারা মতে ব্যক্তি বলতে কোন স্বাভাবিক ব্যক্তি, ফার্ম, ব্যক্তিসংঘ, অবিভক্ত পরিবার, ট্রাস্ট, তহবিল ও কোম্পানী
অর্ন্তভুক্ত হইবে।
ব্যক্তি বলতে কি বোঝায় বিস্তারিত বুঝিয়ে বলেছেন।
নিবাসী: ২ (৪৫) ধারা মতে,
* ধারাবাহিকভাবে ভেঙে ভেঙে ১৮৩দিন দেশে বসবাস করল।
* এক বছরে ধারাবাহিকভাবে ভেঙে ভেঙে ৯০দিন এবং পূর্ববর্তী চার বছরে মোট ৩৬৫দিন বসবাস
করলে।
* কোন দেশি বা বিদেশী কোম্পানীর নিয়ন্ত্রন ব্যবস্থাপনা বা কার্যাবলী সম্পূর্ণরূপে উক্ত
বর্ষে বাংলাদেশের অভ্যন্তরে সংঘটিত হইলে।
* কোন ট্রাস্ট, তহলি বা আইনের দ্বারা সৃষ্ট কৃত্রিম ব্যক্তিসত্তা- যাদের সৃষ্টি বাংলাদেশে
বলবৎ কোন আইনের অধীনে হইয়াছে তাহারাও নিবাসী বলিয়া গণ্য হইবে।
অনিবাসী: ২ (৪) ধারা মতে, যারা নিবাসী নন তারাই অনিবাসী।
👉 ৪র্থ ক্লাস
বিষয়: ইকুইটি আইন
শিক্ষক: শাম্মী ম্যাম
👇 আলোচনার বিষয় বস্তু:
ইকুইটির ১২টি নীতিমালা বা ম্যাক্সিম সমূহ:১। ন্যায়পরায়নতা প্রতিকারবিহীন অবস্থায় কোন অন্যায়কে অব্যহতি দিবে না।
২। ন্যায়পরায়নতা আইনকে অনুসরন করে
৩। ন্যায়পরায়নতা বিচার প্রার্থীকে অবশ্যই ন্যায়পরায়ন হতে হবে।
৪। ন্যায়পরায়নতা প্রার্থীকে অবশ্যই পরিস্কার হাতে আবেদন করতে হবে।
৫। বিলম্ব ন্যায়পরায়নতাকে ব্যর্থ করে।
৬। সমতাই ন্যায়পরায়নতা।
৭। বাহ্যিক আকৃতি অপেক্ষা ন্যায়পরায়নতা উদ্দেশ্যকে প্রাধান্য দিয়ে থাকে।
৮। যাহা করা উচিত ছিল, তাহা করা হইয়াছে বলিয়া ন্যায়পরায়নতা মনে করে।
৯। দায়িত্ব পালনের ইচ্ছা আছে বলিয়াই ন্যায়পরায়নতা মনে করে।
১০। ন্যায়পরায়নতা ব্যক্তিকেন্দ্রিক কাজ করে।
১১। যেক্ষেত্রে ন্যায়পরায়নতা দাবি উভয়ের ক্ষেত্রে সমান সেক্ষেত্রে সময়ের দিক দিয়ে অগ্রাধিকার প্রাধান্য পাইবে।
১২। ন্যায়পরায়নতার ক্ষেত্রে সমতা যেখানে বিদ্যমান সেখানে আইন প্রবল।

