৩১/০৮/২০২৪ইং ক্লাস (শনিবার)

Rony Hossain

 




৩১/০৮/২০২৪ইং (শনিবার) ক্লাসের সংক্ষিপ্ত বিবরণী:

👉 ১ম ক্লাস
বিষয়: শ্রম আইন
শিক্ষক: আকরাম ম্যাম

 

👇 আলোচনার বিষয় বস্তু:

৪নং ধারা। শ্রমিক লে-অফ নিয়ে আলোচনা করেছেন।

 

👉 ২য় ক্লাস
বিষয়: রাজস্ব আইন
শিক্ষক: বুলবুল স্যার

 

👇 আলোচনার বিষয় বস্তু:

বাংলাদেশের অর্থনীতিতে আয়করের গুরুত্ব।

এছাড়া নতুন করে একটি সীট দিয়েছেন। যা পিন পোস্টে পিন করা রয়েছে। আয় বছয় এবং কর বছর নিয়ে আলোচনা করেছেন এই সীট থেকে।

 

এছাড়াও অতিরিক্ত ক্লাস হিসেবে অপরাধের শ্রেণিবিভাগ বা ধরণ নিয়ে আলোচনা করেছেন। নিম্নে তুলে ধরা হল:

১. সিভিল/দেওয়ানী অপরাধ
(অধিকার, দায়, পদ ও সম্পত্তি নিয়ে আলোচনা করে)

২. ক্রিমিনাল / ফৌজদারী অপরাধ
(অপরাধ/ক্রাইম)

৩. টর্ট/মিশ্র - সেমি সিভিল এন্ড সেমি ক্রাইম
(মানহানী এর উদাহরণ, কেননা চাইলে এই বিষয় নিয়ে দেওয়ানী মামলা করা যায় আবার চাইলে ফৌজদারী মামলাও করা যায়।)

 

 

👉 ৩য় ক্লাস
বিষয়: সুনির্দিষ্ট প্রতিকার আইন
শিক্ষক: আরিফ স্যার

 

👇 আলোচনার বিষয় বস্তু:

সুনির্দিষ্ট প্রতিকার আইনের ৫, ৮ ও ৯, ১০, ১১ নং ধারা  রিভাইজ করা হয়েছে, যেহেতু অনেকেই আগের ক্লাসগুলো মিস করেছেন।


বি.দ্র. মুফতি আল-আমিন স্যার অনুপস্থিত থাকায় ইসলামিক আইন ক্লাস হয়নি।