০৮/০২/২০২৫ইং (শনিবার) ক্লাসের সংক্ষিপ্ত বিবরণী:
👉 ১ম ক্লাস
বিষয়: বৃটিশ সংবিধান
শিক্ষক: শ্রাবনী ম্যাম
👇 আলোচনার বিষয় বস্তু:
# এমন কোন আইন নেই যা বৃটিশ পার্লামেন্ট তৈরী করতে পারে না। বা বৃটিশ সংবিধান কি স্বাধীন?
১। সাংবিধানিক প্রাধান্য:
২। পার্লামেন্ট বা সংসদীয় প্রাধান্য:
৩। বৃটিশ পার্লামেন্ট কর্তৃপক্ষের আইন অন্য কোন পক্ষ যাচাই করতে পারে না:
👉 ২য় ক্লাস
বিষয়: চুক্তি আইন
শিক্ষক: আরিফ স্যার
👇 আলোচনার বিষয় বস্তু:
প্রস্তাব কাকে বলে? বিভিন্ন ধরনের প্রস্তাব সম্পর্কে আলোচনা করেছেন।
১। ব্যক্ত প্রস্তাব
২। অব্যক্ত প্রস্তাব
৩। সাধারণ প্রস্তাব
৪। সুনির্দিস্ট প্রস্তাব
৫। ক্রস প্রস্তাব
৬। পাল্টা প্রস্তাব
৭। তাৎক্ষনিক প্রস্তাব
৮। শর্তযুক্ত প্রস্তাব
প্রস্তাব সংক্রান্ত নিয়মাবলীঃ
১। প্রস্তাব ব্যক্ত-অব্যক্ত উভয় হতে পারে।
২। প্রস্তাব কোন নির্দিষ্টি ব্যক্তি, নির্দিষ্ট শ্রেনী বা সর্ব সাধারনের উদ্দেশ্যে করা যায়।
৩। প্রস্তাব শর্তাধীন হতে পারে।
৪। প্রস্তাবের শর্ত সুনির্দিষ্ট হওয়া আবশ্যক।
৫। শুধুমাত্র ইচ্ছা প্রকাশ প্রস্তাব না।
৬। প্রস্তাব এবং প্রস্তাবের আমন্ত্রন এক নয়। মূল্য তালিকা, সময়সূচী, নিলাম, দর-পত্র, টেন্ডার ইত্যাদি প্রস্তাব নয় বরং প্রস্তাবের আমন্ত্রন।
৭। প্রস্তাব, প্রস্তাব গ্রহীতাকে জানতে হবে।
৮। প্রস্তাবে আইনগত সম্পর্ক স্থাপনের ইচ্ছা থাকা উচিত।
৯। গৃহীত হবার পূর্বে প্রস্তাব প্রত্যাহার করা যায়।
১০। কোন প্রস্তাব চিরকাল চালু থাকে না।
প্রস্তাব প্রত্যাহার বা বাতিলঃ স্বীকৃত হবার পূর্বে প্রস্তাব বাতিল করা যায় (ধারা-6)
ধারা 6 অনুযায়ী নিম্নোক্তভাবে প্রস্তাব প্রত্যাহার করা যায়।
যথাঃ
১। বিজ্ঞপ্তি দ্বারা।
২। সময় উর্ত্তীণ হলে।
৩। যুক্তিসংগত সময় উর্ত্তীণ হলে।
৪। শর্তপূরণ না হলে।
৫। প্রস্তাবকের মৃত্যু হলে বা মস্তিস্কের বিকৃতি ঘটলে।
👉 ৩য় ক্লাস
বিষয়: রাজস্ব আইন
শিক্ষক: বুলবুল স্যার
👇 আলোচনার বিষয় বস্তু:
# লেকচারশীট-9
কর নির্ধারণ পদ্ধতি:
১। সাময়িক কর
২। নিয়মিত কর
৩। বিশেষ কর পদ্ধতি/জরুরী
সকলে লেকচারশীট দেখে নিবেন।
করবিভাগ চাইলে পূববর্তী ৬ বছরের যে কোন ফাইল চ্যালেঞ্জ করতে পারে।

