২১/০২/২০২৫ইং ক্লাস (শুক্রবার)

Rony Hossain

 


২১/০২/২০২৫ইং (শুক্রবারক্লাসের সংক্ষিপ্ত বিবরণী:

👉 ১ম ক্লাস
বিষয়সংবিধান
শিক্ষকশরীফ স্যার

 👇 আলোচনার বিষয় বস্তু:

সংবিধানের  অনুচ্ছেদ নং-১৪১, ১৪২

👉 ২য় ক্লাস

বিষয়:  বৃটিশ সংবিধান
শিক্ষক: শ্রাবণী ম্যাম

 👇 আলোচনার বিষয় বস্তু: 
# রাজা-রাণীর ক্ষমতা ও কার্যাবলী
(প্যারামাউন্ট গাইডের পৃঃ ৬৮৭)


👉 ৩য় ক্লাস
বিষয়টর্ট আইন
শিক্ষক

 👇 আলোচনার বিষয় বস্তু:

# প্যারামাউন্ট গাইডের ১-৩নং প্রশ্ন

👉 ৪র্থ ক্লাস
বিষয়সুনির্দিষ্ট প্রতিকার আইন
শিক্ষক: ফেরদৌসী ম্যাম

 👇 আলোচনার বিষয় বস্তু:


# সুনির্দিষ্ট প্রতিকার আইন ১৮৭৭ সালের ১নং আইন এবং এটি দেওয়ানী প্রকৃতির মূল আইন।
# প্রকাশকালঃ ০৭/০২/১৮৭৭
# কার্যকর ঃ ০১/০৫/১৮৭৭
# প্রণেতাঃ স্যার গোয়াইট লিষ্ট টোকেন্স
# এতে ৩টি খন্ড, ১০টি অধ্যায় এবং ৫৭টি ধারা রয়েছে।
# বাতিল ধারাঃ ৮টি (২, ৪৫-৫১)
# উৎপত্তিঃ ইকুইটি আইন হতে।
# সর্বশেষ সংশোধনঃ ২০০৪ সালের ২৭নং আইন দ্বারা।
# সংশোধন কার্যকর হয়ঃ ০১/০৭/২০০৫সালে।

ধারা-1ঃ সংক্ষিপ্ত শিরোনাম, আওতা এবং আরম্ভ।
ধারা-2ঃ বাতিল (এর পরিবর্তে ২১ (ক) ধারা সংযোজন করা হয়)
ধারা-3ঃ সংজ্ঞা (ব্যাখ্যা, বাধ্যবধাকতা), জিম্মা ও জিম্মাদার 
ধারা-4ঃ সংরক্ষণ
ধারা-5ঃ সুনির্দিষ্ট প্রতিকার আইন ৫ভাবে সুনির্দিষ্ট প্রতিকার প্রদান করে। 
১) সুনির্দিষ্ট সম্পত্তি দখল গ্রহণ ও অর্পনের মাধ্যমে। (ধারা 8-11)
২) চুক্তির সুনির্দিষ্ট কার্য সম্পাদনের মাধ্যমে (ধারাঃ 12-30)
৩) নিরোধক মূলক প্রতিকার (ধারাঃ 6, 52-54, 57)
৪) পক্ষসমূহের অধিকার নির্ণয় ও ঘোষণামূলক ডিক্রির মাধ্যমে (ধারাঃ 31-43)
৫) রিসিভার নিয়োগের মাধ্যমে (ধারাঃ 44)

ধারা-6ঃ নিরোধক মূলক প্রতিকার
ধারা-7ঃ সুনির্দিষ্ট প্রতিকার আইন কোন দন্ডমূলক প্রতিকার প্রদান করে না। (ফৌজদারী আইনের মাধ্যমে শাস্তি প্রদান করা যাবে না)

কোর্ট ফি ২ প্রকার । 
১। মূল্যানুপাতিক। (সাথে ১৫% ভ্যাট)
২। নির্ধারিত।