২০/১২/২০২৪ইং (শুক্রবার) ক্লাসের সংক্ষিপ্ত বিবরণী:
👉 ১ম ক্লাস
বিষয়: হিন্দু আইন
শিক্ষক: জগদিশ স্যার
👇 আলোচনার বিষয় বস্তু
একটি বিবাহ সংগঠিত হইতে নিম্নলিখিত উপাদান থাকে:
১। বর্ণ
২। বাগদান
৩। পাত্র-পাত্রীর বয়স
৪। উভয়ের সম্মতি
৫। বিধি সংগত পদ্ধতি
৬। নিষিদ্ধ সম্পর্ক
৭। সামাজিক আচার অনুষ্ঠান
৮। প্রচলিত প্রথা
৯। একস্বামী
১০। শারীরিক ও মানসিক সুস্থতা
১১। যোগ্যতা বা ক্ষমতা
১২। অভিভাবকত্ব
১৩। সংরক্ষণ
১৪। যৌতুক মুক্ত।
আজকে শুধু ১০ এবং ১১নং পয়েন্ট নিয়ে আলোচনা করেছেন।
👉 ২য় ক্লাস
বিষয়: সংবিধান
শিক্ষক: শরীফ স্যার
👇 আলোচনার বিষয় বস্তু:
সংবিধানের ৬৩ এবং ৬৪ নং অনুচ্ছেদ নিয়ে আলোচনা করেছেন।
👉 ৩য় ক্লাস
বিষয়: আইন বিজ্ঞান
শিক্ষক: আল-আমিন স্যার
👇 আলোচনার বিষয় বস্তু:
শাস্তিঃ শারিরীক, মানসিক, আর্থিক যন্ত্রনা, যাতনা
দন্ডবিধিতে ৫ ধরনের শাস্তির কথা উল্লেখ রয়েছে।
১. মৃত্যুদন্ড
২. যাবতজীবন
৩. কারাদন্ড (সশ্রম/বিনাশ্রম)
৪. অর্থদন্ড
৫. সম্পত্তি বাজেয়াপ্ত।
মৃত্যুদন্ডের ধারা সমূহঃ মোট ১০টি
১২১ :দেশের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করিলে
১৩২ : সেনা,নৌ, বিমান বাহিনীর মধ্যে অসোন্তষ তৈরী করলে
১৯৪ : মিথ্যা সাক্ষ্য
৩০২ : খুন
৩০৩ : যাবজ্জীবন কারাদন্ডপ্রাপ্ত ব্যক্তি কর্তৃক খুন
৩০৫ : শিশু বা উন্মাদ ব্যক্তিকে আত্নহত্যায় সহায়তা
৩০৭ : খুনের উদ্দ্যোগ
৩২৬ক : দুই চোখ উপরে ফেলা, এসিড নিক্ষেপ
৩৬৪ক : ১০ বছরের কম কোন ব্যক্তিকে অপহরণ
৩৯৬ : খুনসহকারে ডাকাতি
আজকে এই ১০টি শাস্তির বিষয়ে বিস্তারিত আলোচনা করেছেন।

