২১/১২/২০২৪ইং ক্লাস (শনিবার)

Rony Hossain

  




২১/১২/২০২৪ইং (শনিবারক্লাসের সংক্ষিপ্ত বিবরণী:

👉 ১ম ক্লাস
বিষয়: বাংলাদেশ শ্রম আইন 
শিক্ষক: আকরাম স্যার

 👇 আলোচনার বিষয় বস্তু:
জাতীয় আইনগত সহায়তা প্রদান আইন -২০০০
জাতয়ি আইনগত সহায়তা সংস্থা (শ্রম আদালতের বিশেষ কমিটি, গঠন, কার্যাবলী প্রবিধানমালা-২০১৬)

আজকের ক্লাসে আলোচনা হয়েছে শুধুমাত্র গঠন নিয়ে । 
১। বিচারের দায়িত্ব পালন করেন চেয়ারম্যান।
২। কোন এলাকায় একাধিক শ্রম আদালত থাকলে যিনি কর্মে  প্রবীন তিনি চেয়ারম্যান হবেন।
৩। শ্রমিকের প্রতিনি ২জন থাকবে (এর মধ্যে ১জন পুরুষ এবং ১জন মহিলা)
৪। মালিকের প্রতিনিধি ১জন  থাকবে
৫। শ্রম আদালতের আইনজীবী সমিতির ৫জন সিনিয়র সদস্য থাকবেন, তাদের মধ্য হতে সভাপতি, সাধারণ সম্পাদক হবেন। 
৬। শ্রমিক ফেডারেশন থেকে ১জন থাকবেন। 

এছাড়া আইনগত সহায়তা প্রদান সম্পর্কিত বিভিন্ন কমিটির সম্পর্কে আলোচনা হয়েছে। যথাঃ
১। সুপ্রিমকোর্ট কমিটি
২। জেলা 
কমিটি
৩। উপজেলা 
কমিটি
৪।  ইউনিয়ন 
কমিটি
৫। বিশেষ 
কমিটি


 👉 ২ ক্লাস
বিষয়
সুনির্দিষ্ট প্রতিকার আইন
শিক্ষকআরিফ স্যার

 👇 আলোচনার বিষয় বস্তু:

একটি ম্যাগজিম নিয়ে আলোচনা করেছেন। 
আইন না জানা কোন অজুহাত হতে পারে না। 

Waqf (ওয়াকফ) - কোন মুসলিম সম্পত্তির ক্ষেত্রে হয়ে থাকে। প্রধান থাকেন মোতাওয়ালী। 
Trust (ট্রাষ্ট) - অন্যান্য যে কোন ধর্মের ক্ষেত্রে প্রযোজন্য। প্রধান থাকেন ট্রাষ্টি। 
Debuttar (দেবুত্ত্বর)  - হিন্দু ধর্মের ক্ষেত্রে প্রযোজ্য। প্রধান থাকেন সেবায়েত। 

Mortgage - কোন স্থাবর সম্পত্তি  ঋণের জামাতন স্বরুপ হস্তান্তর। (যেমন বাড়ী বা জমি বন্ধক রেখে ব্যাংক ঋণ নেয়া)
Pledge - কোন অস্থাবর 
সম্পত্তি  ঋণের জামাতন স্বরুপ হস্তান্তর। (যেমন: কোন গাড়ী/মোবাইল/গোল্ড বন্ধক রেখে ঋণ নেয়া)
Hypothecation - 
কোন অস্থাবর সম্পত্তি  ঋণের জামাতন স্বরুপ থাকে কিন্তু যে ঋণ গ্রহীতা সম্পত্তি তার অধীনে থাকে। (যেমন: ব্যাংক ঋণের মাধ্যমে গাড়ী ক্রয়)
Actionable Claim- কোন জামানত ছাড়া ঋণ প্রদান 


👉 ৩য় ক্লাস: 
বিষয়আয়কর আইন (পড়িয়েছেন বিষয়ের বাইরে)
শিক্ষকবুলবুল স্যার

👇 আলোচনার বিষয় বস্তু:
পৃথিবীর প্রাচীনতম ৩টি লিখিত আইন নিয়ে আলোচনা হয়েছে। 

# হাম্বুরাবি (পৃথিবীর প্রাচনীতম লিখিত আইন) 



# 12 Tables (রোমের প্রাচীনতম লিখিত আইন)।






# মদীনা সনদ (৪৭টি)।