০৭/১২/২০২৪ইং (শনিবার) ক্লাসের সংক্ষিপ্ত বিবরণী:
👉 ১ম ক্লাস
বিষয়: আয়কর আইন (পড়িয়েছেন বিষয়ের বাইরে)
শিক্ষক: বুলবুল স্যার
👇 আলোচনার বিষয় বস্তু:
# Definition of Law (আইনের সংজ্ঞা)।
(Low is nothing but commonsense.)
সার্বভৌম কর্তৃপক্ষের কোন বিধান যা লঙ্ঘন করলে শাস্তির বিধান রয়েছে তাই আইন।
# Kinds of Law (আইনের প্রকারভেদ)।
আইনের বিভিন্ন প্রকার ভেদ নিয়ে আলোচনা করেছেন।
👉 ২য় ক্লাস
বিষয়: ইসলামিক আইন
শিক্ষক: মুফতি আল-আমিন স্যার
👇 আলোচনার বিষয় বস্তু:
১। জাবুল ফুরুজ।
২। জাবুল আসাবাত।
৩। জাবুল আরহাম।
# ১। জাবুল ফুরুজ বা কোরানিক
শেয়ারার ১২ জন
১। মৃত ব্যক্তির স্বামী
- সন্তান থাকলে ১/৪ অংশ
- সন্তান না থাকলে ১/২ অংশ
২। মৃত ব্যক্তির স্ত্রী
- সন্তান থাকলে ১/৮ অংশ
- সন্তান না থাকলে ১/৪ অংশ
৩। মৃত ব্যক্তির মা
- মৃত ব্যক্তির
সন্তান বা ভাই বোন ২-৩ জন থাকলে মা পাবে ১/৬ অংশ
- সন্তান যদি না থাকে, ভাই-বোন ১জন থাকলে মা পাবে ১/৩ অংশ
- আর যদি মৃত ব্যক্তির
স্বামী বা স্ত্রী থাকে এবং মা-বাবা থাকে তাহলে স্বামী বা স্ত্রীকে দেওয়ার পর বাকী সম্পত্তির ১/৩ অংশ পাবে মা।
৪। মৃত ব্যক্তির বাবা
- ছেলে, ছেলের ছেলে থাকলে বাবা পাবে ১/৬ অংশ
- মেয়ে এবং ছেলের মেয়ে থাকলে এবং ছেলে, ছেলের ছেলে না থাকলে বাবা পাবে ১/৬ অংশ+ অবশিষ্ট।
- ছেলের মেয়ে বা অন্য ওয়ারিশ না থাকলে সম্পূর্ণ
অংশ বাবা পাবে।
৫। মৃত ব্যক্তির মেয়ে
- মৃত ব্যক্তির
মেয়ে ১জন থাকলে মেয়ে পাবে ১/২ অংশ
- মেয়ে ২ বা ততোধিক থাকলে পাবে ২/৩ অংশ
- সাথে ছেলে থাকলে ২টাকা, ১টাকা হিসেবে পাবে।
৬। মৃত ব্যক্তির ছেলের মেয়ে
- মৃত ব্যক্তির
ছেলের মেয়ে ১জন থাকলে পাবে ১/২ অংশ
- মেয়ে ২ বা ততোধিক থাকলে পাবে ২/৩ অংশ
- নিজের মেয়ে ১জন থাকলে ছেলের মেয়ে পাবে ১/৬ অংশ
- মৃতব্যক্তির
নিজের মেয়ে েএকাধিক থাকলে ছেলের মেয়ে বঞ্চিত।
- তবে তার সাথে যদি তার ভাই থাকে তবে, ছেলে থাকলে ২টাকা, ১টাকা হিসেবে পাবে।
৭। মৃত ব্যক্তির আপন বোন
- মৃত ব্যক্তির
আপন বোন ১জন থাকলে পাবে ১/২ অংশ
- মৃত ব্যক্তির
বোন ২
বা ততোধিক থাকলে পাবে ২/৩ অংশ
- নিজের মেয়ে ১জন থাকলে ছেলের মেয়ে পাবে ১/৬ অংশ
- মৃতব্যক্তির
নিজের মেয়ে বা ছেলের মেয়ে ১জন থাকলে আপন বোন ১/৬ অংশ পাবে।
- মৃতব্যক্তির
মেয়ে বা ছেলের মেয়ে একাধিক হলে আপন বোন পাবে না, তবে অন্য ওয়ারিশ না থাকলে পাবে।
- আপন বোনের সাথে আপন ভাই থাকে তবে, ২টাকা, ১টাকা হিসেবে পাবে।
- দাদা, বাবা, ছেলে, ছেলের ছেলে থাকলে আপন বোন বঞ্চিত হবে।
৮। মৃত ব্যক্তির মা শরীক ভাই
- ১জন থাকলে পাবে ১/৬ অংশ
- ২ বা ততোধিক থাকলে পাবে ১/৩ অংশ
৯। মৃত ব্যক্তির মা শরীক বোন
- ১জন থাকলে পাবে ১/৬ অংশ
- ২ বা ততোধিক থাকলে পাবে ১/৩ অংশ
১০। মৃত ব্যক্তির বাপ শরীক বোন
- মৃত ব্যক্তির
আপন বোন না থাকলে এবং বাপ শরীক বোন ১জন থাকলে পাবে ১/২ অংশ
- মৃত ব্যক্তির
আপন বোন না থাকলে এবং বাপ শরীক বোন ২
বা ততোধিক থাকলে পাবে ২/৩ অংশ
- আপন বোন ১জন থাকলে বাপ শরীক বোন পাবে ১/৬ অংশ
- আপন বোন একাধিক থাকলে বাপ শরীক বোন বঞ্চিত। তবে, সাথে ভাই থাকলে ২টাকা. ১টাকা হিসেবে পাবে।
- মৃত ব্যক্তির
নিজের মেয়ে, ছেলে মেয়ে থাকলে তারা নেওয়ার পর অন্য ওয়ারিশ না থাকলে অবশিষ্ট সম্পত্তি বাপ শরীক বোন পাবে।
- দাদা, বাবা, ছেলে, ছেলের ছেলে থাকলে আপন বোন বঞ্চিত হবে।
১১। মৃত ব্যক্তির দাদা
- মৃত ব্যক্তির
বাবা না থাকলে মৃত ব্যক্তির দাদা বাবার অংশ পাবে।
- মৃত ব্যক্তির
বাবা জীবিত থাকলে মৃতব্যক্তির দাদা বঞ্চিত হবে।
১২। মৃত ব্যক্তির নানী, দাদী (যৌথ)
- মৃত ব্যক্তির
দাদী, নানী এক বা একাধিক যাই থাকুক না কেন সবাই মিলে ১/৬ অংশ পাবে।
- মৃত ব্যক্তির
মা থাকলে দাদি, নানী বঞ্চিত হবে।
- মৃত ব্যক্তির
বাবা থাকলে দাদি বঞ্চিত হবে, তবে নানী ১/৬ অংশ পাবে।
👉 ৩য় ক্লাস
বিষয়: সুনির্দিষ্ট প্রতিকার আইন
শিক্ষক: আরিফ স্যার
👇 আলোচনার বিষয় বস্তু:
সুনির্দিষ্ট প্রতিকার আইনের ধারা ২১।

