০৮/১১/২০২৪ইং (শুক্রবার) ক্লাসের সংক্ষিপ্ত বিবরণী:
👉 ১ম ক্লাস
বিষয়: হিন্দু আইন
শিক্ষক: জগদিশ স্যার
👇 আলোচনার বিষয় বস্তু:
হিন্দু বিবাহ বলতে কি বুঝ? বিবাহের শ্রেণী বিভাগ আলোচনা কর। বিবাহের উপাদান কি কি?
👉 ২য় ক্লাস
বিষয়: সংবিধান
শিক্ষক: শরীফ স্যার
👇 আলোচনার বিষয় বস্তু:
সংবিধানের ৩৪, ৩৫, ৩৬ এবং ৩৭ নং অনুচ্ছেদ নিয়ে আলোচনা করেছেন।
👉৩য় ক্লাস
বিষয়: আইন বিজ্ঞান
শিক্ষক: আল-আমিন স্যার
👇 আলোচনার বিষয় বস্তু:
দায় ঃ কেউ অন্যায় কাজ করলে প্রতিকারের বাধ্য বাধকতাই হল দায়।
দায়ের সাধারণ নিয়মাবলীঃ
১। অপরাধী মন (mens rea)
২। আইনগত ক্ষতি
৩। অন্যায় কাজ
দেওয়ানী দায় নির্ধারণের নীতিঃ
১। ক্ষতির উপর গুরুত্বারোপ।
২। অন্যায়কারীর চরিত্র বিবেচ্য নয়।
৩। অন্যায়কারী লাভবান হয়েছে কিনা বিবেচ্য নয়।
৪। বাস্তব অবস্থা বিবেচিত হয়।
👉৪র্থ ক্লাস
বিষয়: ইকুইটি আইন
শিক্ষক: শাম্মি ম্যাম
👇 আলোচনার বিষয় বস্তু:
কমন ল ও ইকুইটি আইনের মধ্যে মিল সমূহ আলোচনা কর।
সাধারণ আইন ও ইকুইটির মধ্যে অত্যন্ত ঘনিষ্ট সম্পর্ক বিদ্যমান।
ইকুইটি ছাড়া কমন ল বা সাধারণ আইন চলতে পারে না। আবার কমন ল বা সাধারণ আইন ইকুইটি ছাড়া
চলতে পারে না। ইকুইটি আইন সাধারণ আইনকে অস্বীকার করে না। আবার কমন ল ইকুইটি কে অস্বীকার
করে না। নিম্নে কমন ল এবং ইকুইটি আইনের মধ্যে সম্পর্ক আলোচনা করা হল।
১। একই উদ্দেশ্য
২। আইনকে অনুসরণ
৩। নিজস্ব এখতিয়ার
৪। পরস্পরকে স্বীকার
৫। একটি ছাড়া অন্যটি অচল।
ইংল্যান্ডে সাধারণ আইন ও ইকুইটি আইনের মধ্যে পার্থক্য।
১। সংঙ্গাগত পার্থক্য
২। প্রতিশব্দগত পার্থক্য
৩। উৎসগত পার্থক্য
৪। সমস্যার সমাধানগত পার্থক্য
৫। আদালতের নামগত পার্থক্য
৬। নমনীয়তাগত পার্থক্য
৭। পরিচালিতগত পার্থক্য
৮। এখতিয়ারগত পার্থক্য
৯। দৃষ্টিগত পার্থক্য
১০। প্রচলনগত পার্থক্য
১১। পূর্ণাঙ্গতাগত পার্থক্য




