২০/০৬/২০২৫ইং ক্লাস (শুক্রবার)

Rony Hossain

 


২০/০৬/২০২৫ইং (শুক্রবারক্লাসের সংক্ষিপ্ত বিবরণী:


👉 ১ম ক্লাস
বিষয়
:   আইন বিজ্ঞান
শিক্ষক: আল-আমিন স্যার

 👇 আলোচনার বিষয় বস্তু: 
# মালিকানার সংজ্ঞা
# মালিকানার বৈশিষ্ট্য
# মালিকানা অর্জনের পদ্ধতি
# মালিকানা হারানোর মাধ্যম

✅মালিকানার সংজ্ঞা:
ভোগ দখল ও হস্তান্তরের অধিকার

✅ মালিকানার বৈশিষ্ট্য: 

১. বৈধ স্বত্ত্ব
২. ভোগের অধিকার
৩. দখলের অধিকার
৪. হস্তান্তরের অধিকার
৫. বিষয়বস্তু

✅ মালিকানার অর্জনের পদ্ধতি 

১. উত্তরাধিকার
২. মৌলিক পদ্ধতি
৩. ক্রয়
৪. দান
৫. বিনিময়
৬. মেধা
৭. উইল
৮. লীজ
৯. ট্রাস্ট
১০. দখল

✅ মালিকানা হারানোর মাধ্যম

১. দখলে না থাকলে
২. হস্তান্তর
৩. মৃত্যু
৪. দান
৫. অধিগ্রহণ



👉 ২য় ক্লাস
বিষয়সংবিধান
শিক্ষকশরীফ স্যার

 👇 আলোচনার বিষয় বস্তু:

# অনুচ্ছেদ ৮০: আইন তৈরীর প্রক্রিয়া
# অনুচ্ছেদ ৯৩: রাষ্ট্রপতির অধ্যাদেশ দ্বারা আইন তৈরী করা যেতে পারে, যদি সে সময় সরকার না থাকে সেক্ষেত্রে।
অনুচ্ছেদ ৯৪: সুপ্রিম কোর্ট প্রতিষ্ঠা


👉 ৩য় ক্লাস
বিষয়: রাজস্ব আইন 
শিক্ষক: বুলবুল স্যার

 👇 আলোচনার বিষয় বস্তু:

# কর অবকাশ (Tax Holiday)
# কর রেয়াত 
(Tax Credit Income)



এই দুটি লেকচার সীট বুলবুল স্যার দিয়েছেন।



👉  ৪র্থ ক্লাস

বিষয়:   ট্রাস্ট আইন
শিক্ষক: শাম্মী ম্যাম

 👇 আলোচনার বিষয় বস্তু: 

# ট্রাস্ট আইন কি? ট্রাস্ট আইনের সংজ্ঞা
# ট্রাস্ট সৃষ্টির পদ্ধতি

✅ ট্রাস্ট আইন কি? ট্রাস্ট আইনের সংজ্ঞা: 

ট্রাস্ট আইন ১৯৪২ সালের আইন। জিম্মাদার রুপে নিযুক্ত কোন ব্যক্তি কোন সম্পত্তি (স্থাবর, অস্থাবর) ব্যক্তিগত সম্পত্তি কতিপয় ব্যক্তির উপভোগের জন্য কোন বৈধ কাজ সম্পাদনের জন্য । 
অর্থাৎ বলা যায় কোন ব্যক্তি যখন তার উপর অর্পিত কোন অধিকার অন্য পক্ষের ব্যবহারের জন্য বাধ্য হয় তখন উক্ত বাধ্য বাধকতাকে ট্রাস্ট বলে।  

ট্রাস্ট হলো একটি আইনি ব্যবস্থা যেখানে একজন ব্যক্তি (ট্রাস্টি) অন্য কোনো ব্যক্তি বা পক্ষের (সুবিধাভোগী) সুবিধার জন্য সম্পত্তি বা সম্পদ ধারণ করে এবং পরিচালনা করে। সহজ ভাষায়, ট্রাস্ট হলো একটি আস্থার সম্পর্ক যেখানে একজন ট্রাস্টি, ট্রাস্টের শর্তাবলী অনুযায়ী, সুবিধাভোগীর স্বার্থে সম্পদ দেখাশোনা করে। 


✅ ট্রাস্ট সৃষ্টির পদ্ধতি:

১। মৌখিক ঘোষণা দ্বারা 
২। বাংলাদেশে মৌখিক ঘোষণা দ্বারা 
৩। উইল দ্বারা 
৪। দলিল দ্বারা 









আস্থা শুধুই মেটলাইফ। বাংলাদেশের সর্ব বৃহৎ জীবন বীমাকারী প্রতিষ্ঠান।

বিস্তারিত জানতে যোগাযোগ করুন: 01680000006, 01789000006