১৬/০৫/২০২৫ইং ক্লাস (শুক্রবার)

Rony Hossain

 


১৬/০৫/২০২৫ইং (শুক্রবারক্লাসের সংক্ষিপ্ত বিবরণী:


👉 ১ম ক্লাস

বিষয়:  বৃটিশ সংবিধান
শিক্ষক: শ্রাবণী ম্যাম

 👇 আলোচনার বিষয় বস্তু: 

# বৃটিশ মন্ত্রীসভার ব্যক্তিগত ও সমষ্টিগত দায়িত্বশীলতা বলতে কি বুঝ? বৃটিশ মন্ত্রী সভার ক্ষমতা ও কার্যাবলী নিয়ে আলোচনা করেছেন। 
(প্যারামাউন্ট গাইডের প্রশ্ন নং- 4 (ক) পৃঃ 699-702)


👉 ২য় ক্লাস
বিষয়সংবিধান
শিক্ষকশরীফ স্যার

 👇 আলোচনার বিষয় বস্তু:

# এমপি নয় এমন ব্যক্তি কি মন্ত্রী হতে পারে কিনা?
# প্রধান মন্ত্রী তার কাজের জন্য দায়ী কিনা?
# স্থানীয় সরকার নিয়ে আলোচনা করেছেন।


👉 ৩য় ক্লাস
বিষয়সুনির্দিষ্ট প্রতিকার আইন
শিক্ষক: ফেরদৌসী ম্যাম

 👇 আলোচনার বিষয় বস্তু:

ধারা-১০:  সুনির্দিষ্ট অস্থাবর সম্পত্তির পূনরুদ্ধার।

ধারা-১১:  আসু দখলের অধিকারী ব্যক্তির নিটক অর্পণের বিষয়ে দখলদার ব্যক্তির দায়দায়িত্ব হবে মালিক হিসেবে নয়। 

ধারা-১২: যে সকল ক্ষেত্রে চুক্তির সুনির্দিষ্ট কার্য সম্পাদন করতে হয়:
১। যখন চুক্তিটি আংশিক বা সম্পূর্ণ জিম্মা চুক্তির অর্ন্তভুক্ত থাকে।
২। যখন ক্ষতি নির্ধারনের কোন মানদন্ড থাকে না।
৩। আর্থিক ক্ষতিপূরণের মাধ্যমে পর্যাপ্ত ক্ষতিপূরণ পাওয়া না গেলে।
৪। যখন কোন আর্থিক ক্ষতিপূরণ পাওয়ার সম্ভবনা থাকে না। 

ধারা-২১: যে সকল ক্ষেত্রে চুক্তির সুনির্দিষ্ট কার্য সম্পাদন করা যায় না:
১। যেখানে আর্থিক ক্ষতিপূরণ দ্বারা পর্যাপ্ত প্রতিকার পাওয়া সম্ভব। 
২। যে চুক্তি পালনের বিষয় ব্যক্তিগত যোগ্যতা বা ইচ্ছার উপর নির্ভর করে।
৩। যে চুক্তির শর্তাবলী আদালত নির্ভরতার সাথে যুক্তিযুক্তভাবে নির্ধারণ করতে পারে না। 
৪। যে চুক্তি প্রকৃতির কারণেই বাতিলযোগ্য।
৫। জিম্মাদার কর্তৃক সম্পাদিত চুক্তি।
৬। বিশেষ উদ্দেশ্যে গঠিত কোম্পানী কর্তৃক ক্ষমতার বর্হিভুত চুক্তি।
৭। যে চুক্তি পালনে ৩ বছরের বেশি সময় লাগে।
৮। যে চুক্তি স্বাক্ষরিত হবার পূর্বে তার বিষয়বস্তু বিলুপ্ত হয়েছে।




২০২৪ সালে বাংলাদেশের সব জীবন বীমা প্রতিষ্ঠানের মধ্যে সবচেয়ে বেশি (২ হাজার ৮৯৫ কোটি টাকা) বীমাদাবি নিষ্পত্তি করেছে মেটলাইফ বাংলাদেশ।



👉 ৪র্থ ক্লাস
বিষয়: রাজস্ব আইন (আইন বিজ্ঞানের একটি টপিক দিয়ে ক্লাস নিয়েছেন)
শিক্ষক: বুলবুল স্যার

 👇 আলোচনার বিষয় বস্তু:

# শিকস্তি ও পয়স্তি কি?
# পরিত্যাক্ত সম্পত্তি 
(Abaddon Property) কি ?
# শত্রু সম্পত্তি (Enemy Property) কি?

১৯৫০ সালের জমিদারী তালক হুকুম দখল ও প্রজাসত্ত্ব আইন এর ৮৬ ও ৮৬ (ক) ও ৮৬ (খ) এর দ্বারা শিকস্তি ও পয়স্তির বর্ণনা করা হয়েছে। 

শিকস্তি (এর মানে হল ক্ষয়): নদীর প্রবাহ জনিত কারণে কোন জমি যদি ক্ষয় হয়ে নদীতে পরিনয় হয়।
পয়স্তি (এর মানে হল ভরাট) : নদীর প্রবাহ জনিত কারণে নদী থেকে অংশ
 জমিতে পরিনত হয়।

কোন ভূমি /পানি প্রবাহ ইত্যাদি নিয়ে বিরোধ দেখা দেওয়ায় আশংকা হলে CRPC Act. এর 145 ধারা জারি করা হয়।
আর এমনিতে অন্য ক্ষেত্রে সাধারণত মহানগরের বাইরে হলে 144 ধারা জারি করা হয় আর মহানগরের ভেতরে হলে বিশেষ ক্ষমতা আইনের 21 বা 23 ধারা জারি করা হয়ে থাকে। 

পরিত্যাক্ত সম্পত্তি (Abaddon Property): সাধারনত দেশ ভাগের ফলে বা অন্য কোন কারণে যে সম্পত্তি ৩০ বছর পরিত্যাক্ত অবস্থায় থাকে তা পরিত্যাক্ত সম্পত্তি বলে গণ্য হয়। 
শত্রু সম্পত্তি (Enemy Property): যুদ্ধের পর পলাতক কোন শত্রু যে সম্পত্তি রেখে যায় বা ফেলে যায় তাই হল শত্রু সম্পত্তি।



👉 ৫ম ক্লাস

বিষয়:   ইকুইটি আইন
শিক্ষক: শাম্মী ম্যাম

 👇 আলোচনার বিষয় বস্তু: 

# ন্যায়পরায়নতার প্রকৃতি:
১। ন্যায় বিচার প্রতিষ্ঠা করা
২। চুক্তি অনুযায়ী কাজ করা
৩। অপরাধ প্রতিহত করা 
৪। আইনগত অধিকার সংরক্ষণ করা
৫। দেওয়ানী আইনের উপর প্রভাব স্তিার (১৫১ ধারা)

ন্যায়পরায়নতার পরিধি:
১। অধিকার প্রতিষ্ঠা করা
২। প্রতিকার প্রতিষ্ঠা করা
৩। ভিন্ন পদ্ধতি অবলম্বন করা

# বাংলাদেশে ইকুইটি আইনের প্রয়োগ:
১। সম্পত্তি হস্তান্তর আইন
২। দেওয়ানী কার্যবিধি
(আরও কিছু পয়েন্ট আছে, আজকে সময়ের অভাবে বাকীগুলো লিখাতে পারেন নি)



👉 ৬ষ্ঠ ক্লাস
বিষয়
:   আইন বিজ্ঞান
শিক্ষক: আল-আমিন স্যার

 👇 আলোচনার বিষয় বস্তু: 
# অজাত ব্যক্তির অধিকার
# মৃত ব্যক্তির অধিকার
# জীবিত ব্যক্তির অধিকার
# অজাত ও মৃত ব্যক্তির মধ্যে পার্থক্য

✅ অজাত ব্যক্তির অধিকার:

দন্ডবিধি 91 ধারা অনুযায়ী কোন মা তার গর্ভের সন্তানকে মেরে ফেলার জন্য অনুমতি দিতে পারবে না। 

✅ মৃত ব্যক্তির অধিকার: 

#দন্ডবিধি 318 ধারা অনুযায়ী কোন মৃত বাচ্চাকে গোপনে দাফন করলে ২ বছর কারাদন্ড।
#দন্ডবিধি 297 ধারা অনুযায়ী কোন কবরস্থানে অনৈতিক কাজ করে তবে তাকে যে কোন মেয়াদে কারাদন্ড দেয়া যাবে। 
#দন্ডবিধি 499 ধারা অনুযায়ী কেউ কোন মৃত ব্যক্তির বিরুদ্ধে খারাপ মন্তব্য করলে তার বিরুদ্ধে মানহানি মামলা করা যাবে।
# দাফন কাফন ও সৎকারের অধিকার
# ঋণ পরিশোধ
# বকেয়া বেতন পরিশোধ





আস্থা শুধুই মেটলাইফ। বাংলাদেশের সর্ব বৃহৎ জীবন বীমাকারী প্রতিষ্ঠান।

বিস্তারিত জানতে যোগাযোগ করুন: 01680000006, 01789000006