১২/০৪/২০২৫ইং (শনিবার) ক্লাসের সংক্ষিপ্ত বিবরণী:
👉 ১ম ক্লাস
বিষয়: মুসলিম আইন
শিক্ষক: মুফতি আল-আমিন স্যার
👇 আলোচনার বিষয় বস্তু:
মুসলিম আইনের বিভিন্ন মতবাদ/মাজহাব সমূহ
১। সুন্নী ল’
২। শিয়া ল’
সুন্নী ল’ মোট ০৪টি মাজহাব বা মতবাদ প্রচলিত রয়েছে। যথাঃ
১। হানাফী মাজহাব
প্রতিষ্ঠাতা: ইমাম আবু হানিফা
জন্ম: ৮০ হি:
মৃত্যু: ১৫০হি:
অঞ্চল: কুফা, ইরাক
২। শাফেয়ী মাজহাব
প্রতিষ্ঠাতা: ইমাম শাফেয়ী
জন্ম: ১৫০ হি:
মৃত্যু: ২০৪হি:
অঞ্চল: গাজা, ফিলিস্তিন
৩। মালেকী মাজহাব
প্রতিষ্ঠাতা: ইমাম মালেক
জন্ম: ৯৩ হি:
মৃত্যু: ১৭৯হি:
অঞ্চল: মিদনা, সৌদি আরব
৪। হাম্বলী মাজহাব
প্রতিষ্ঠাতা: ইমাম আহম্মদ বিন হাম্বল
জন্ম: ১৬৪ হি:
মৃত্যু: ২৪১ হি:
অঞ্চল: বাগদাদ, ইরাক
খলিফা গণের শাসনকাল:
১। আবু বক্কর - ২ বছর
২। ওমর - ১০ বছর
৩। উসমান - ১২ বছর
৪। আলী - ৬ বছর
👉 ২য় ক্লাস
বিষয়: আইন বিজ্ঞান
শিক্ষক: আল-আমিন স্যার
👇 আলোচনার বিষয় বস্তু:
১। আইন প্রণয়ন কাকে বলে? আইন প্রণয়নের মাধ্যম গুলো কি কি?
২। নজিরের সাথে আইন প্রণয়নের সম্পর্ক কি?
৩। আইনের উৎসি হিসেবে আইন প্রণয়নের ভূমিকা আলোচনা কর।
৪। আইন প্রণয়নের শ্রেণী বিভাগ।
(আইনগত ব্যাখ্যা আগামী ক্লাসে পড়াবেন। )
👉 ৩য় ক্লাস
বিষয়: চুক্তি আইন
শিক্ষক: আরিফ স্যার
👇 আলোচনার বিষয় বস্তু:
একটি স্বাধীন সম্মতি কাকে বলে?
৫টি বিষয় না থাকলে তা স্বাধীন সম্মতি বলে বিবেচিত হবে। যথাঃ
১। বল প্রয়োগ
২। অনুচিত প্রভাব
৩। প্রতারণা
৪। মিথ্যা বর্ণনা
৫। ভুল
বিভিন্ন আইন সম্পর্কে এবং আইনের সাল সম্পর্কে ক্লাসে সকলকে জিজ্ঞাসা করেছেন।


