১০/০১/২০২৫ইং (শুক্রবার) ক্লাসের সংক্ষিপ্ত বিবরণী:
👉 ১ম ক্লাস
বিষয়: হিন্দু আইন
শিক্ষক: জগদিশ স্যার
👇 আলোচনার বিষয় বস্তু
একটি বিবাহ সংগঠিত হইতে নিম্নলিখিত উপাদান থাকে:
১। বর্ণ
২। বাগদান
৩। পাত্র-পাত্রীর বয়স
৪। উভয়ের সম্মতি
৫। বিধি সংগত পদ্ধতি
৬। নিষিদ্ধ সম্পর্ক
৭। সামাজিক আচার অনুষ্ঠান
৮। প্রচলিত প্রথা
৯। একস্বামী
১০। শারীরিক ও মানসিক সুস্থতা
১১। যোগ্যতা বা ক্ষমতা
১২। অভিভাবকত্ব
১৩। সংরক্ষণ
১৪। যৌতুক মুক্ত।
👉 ২য় ক্লাস
বিষয়: সংবিধান
শিক্ষক: শরীফ স্যার
👇 আলোচনার বিষয় বস্তু:
সংবিধানের ১০০-১১২নং অনুচ্ছেদ নিয়ে আলোচনা করেছেন।
👉 ৩য় ক্লাস
বিষয়: আইন বিজ্ঞান
শিক্ষক: আল-আমিন স্যার
👇 আলোচনার বিষয় বস্তু:
দৃষ্টান্তমূলক শাস্তি সামাজিক শান্তি ও শৃঙ্খলার রক্ষাকবজ। মৃত্যুদন্ড শাস্তি রদের গ্রহণযোগ্যতার আলোকে লিখ।
অথবা,
বাংলাদেশের প্রেক্ষাপটে মৃত্যুদন্ড রহিত করা অনুচিত এর স্বপক্ষে যুক্তি দাও।
উত্তর লেখার কৌশলঃ
১ম ধাপে: শাস্তির সঙ্গা লিখতে হবে।
২য় ধাপে: শাস্তির উদ্দেশ্য লিখতে হবে।
৩য় ধাপে: সংবিধানে ও অন্য আইনে শাস্তির বিধানের বৈধতা নিয়ে আলোচনা করতে হবে।
এখানে সংবিধানের ৩২, ৩৫ (৫) এবং ৩৫ (৬) অনুচ্ছেদ নিয়ে আলোচনা করতে হবে।
৪র্থ ধাপে: মৃত্যুদন্ডের ১০টি ধারা উল্লেখ করে আলোচনা করতে হবে।
দন্ডবিধিতে মৃত্যুদন্ডের ১০টি ধারা সমূহঃ
১২১ :দেশের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করিলে
১৩২ : সেনা,নৌ, বিমান বাহিনীর কেউ রাষ্ট্রদ্রোহী কাজে লিপ্ত হলে
১৯৪ : মিথ্যা সাক্ষ্য
৩০২ : খুন
৩০৩ : যাবজ্জীবন কারাদন্ডপ্রাপ্ত ব্যক্তি কর্তৃক খুন
৩০৫ : শিশু বা উন্মাদ ব্যক্তিকে আত্নহত্যায় সহায়তা
৩০৭ : খুনের উদ্দ্যোগ
৩২৬ক : দুই চোখ উপরে ফেলা, এসিড নিক্ষেপ
৩৬৪ক : ১০ বছরের কম কোন ব্যক্তিকে অপহরণ
৩৯৬ : খুনসহকারে ডাকাতি
৫ম ধাপে: উদাহরণ দিতে হবে।
👉 ৪র্থ ক্লাস
বিষয়: বৃটিশ সংবিধান
শিক্ষক: শ্রাবণী ম্যাম
👇 আলোচনার বিষয় বস্তু:
বৃটিশ সংবিধানের গঠন বর্ণনা কর। কিভাবে পার্লামেন্টে একটি বিল আইনে পরিনত হয়? বৃটিশ রাজতন্ত্র টিকে থাকার কারণ।
(প্যারামাউন্ট গাইডের: ৬৮১-৬৮৩ পৃষ্ঠায় পেয়ে যাবেন)
ক্লাসে সকলকে মুখস্ত করিয়েছেন এবং পড়া নিয়েছেন।
👉 ৫ম ক্লাস
বিষয়: ট্রাষ্ট
শিক্ষক: শাম্মী ম্যাম
👇 আলোচনার বিষয় বস্তু:
ক্লাসে ম্যাডাম বিভিন্ন শিক্ষার্থীদের প্রশ্নের উত্তর দিয়েছেন। আইন নিয়ে কথা বার্তা বলেছেন। জুম্মার নামাজের আযান হয়ে যাওয়ায় ক্লাসটি (স্বল্প সময়েরে মধ্যে (১৫ মিনিটের মধ্যে) শেষ করে দিয়েছেন। এছাড়া বইয়ের কোন অধ্যায় পড়াতে পারেন নাই।

