০১/১১/২০২৪ইং (শুক্রবার) ক্লাসের সংক্ষিপ্ত বিবরণী:
👉 ১ম ক্লাস
বিষয়: হিন্দু আইন
শিক্ষক: জগদিশ স্যার
👇 আলোচনার বিষয় বস্তু:
দায়ভাগ ও মিতাক্ষরা মতবাদের মধ্যে পার্থক্য নিয়ে আলোচনা করেছেন।
দায়ভাগ ও মিতাক্ষরা মতবাদের পার্থক্যঃ
১-৮ পর্যন্ত পূর্বের ক্লাসে পড়ানো হয়েছে। পূর্বের
পরঃ…..
৯। মিতাক্ষরা মতবাদে, পুত্রের জন্মের সাথে সহ উত্তরাধীকারের ভিত্তি প্রথম সৃষ্টি হয়।
অপরদিকে, দায়ভাগ মতবাদে পিতার মৃত্যুর পর সহ উত্তরাধীকারীত্বের ভিত্তি প্রথম স্থাপিত
হয়।
১০। মিতাক্ষরা মতবাদে, সম্পত্তি প্রাপ্তির অধিকার দাবীদারের
জন্মের সাথে সৃষ্টি হয়।
অপরদিকে, দায়ভাগ মতবাদে সম্পত্তি প্রাপ্তির অধিকার কেবলমাত্র শেষ মালিকের মৃত্যুর পর
সৃষ্টি হয়।
১১।
মিতাক্ষরা মতবাদ অনুযায়ী, যৌথ পরিবারের কোন নতুন সদস্যের জন্ম কিংবা পুরাতন কোন সদস্যের
মৃত্যুর ফলে তার সম্পত্তির অংশে হ্রাস-বৃদ্ধি ঘটে।
অপরদিকে, দায়ভাগ মতবাদে যৌথ পরিবারের কোন নতুন সদস্যের জন্ম কিংবা পুরাতন কোন সদস্যের
মৃত্যুর ফলে তার সম্পত্তির অংশে হ্রাস-বৃদ্ধি ঘটে না।
১২।
মিতাক্ষরা মতবাদে, পুত্র পিতার নিকট তার সম্পত্তির অংশ দাবী করতে পারে।
অপরদিকে, দায়ভাগ মতবাদে পুত্র পিতার জীবদ্বশায় তাহার পৈত্রিক সম্পত্তিতে অংশ দাবী করতে
পারে না।
১৩। মিতাক্ষরা মতবাদ অনুযায়ী, যৌথ পরিবারে কোন সদস্যের মৃত্যুর
পর তাহার স্বত্ত্ব উত্তরজীবি নীতি অনুসারে পরিবারের অন্যান্য জীবিত সদস্যদের উপর বর্তায়।
অপরদিকে, দায়ভাগ মতবাদ অনুযায়ী, যৌথ পরিবারে কোন সদস্যের মৃত্যুর পর তাহার স্বত্ত্ব
তাহার পুত্র, বিধবা স্ত্রী, কন্যার ন্যায় উত্তরাধীকারীদের উপর উত্তরাধীকার নীতি অনুসারে
বর্তায়।
১৪। মিতাক্ষরা মতবাদ অনুযায়ী, যৌথ পরিবারের সদস্যগণ তাদের
যৌথ পারিবারিক সম্পত্তির অবিভক্ত অংশ বিক্রয়, দান, বন্ধক বা অন্য কোন প্রকারে হস্তান্তর
করতে পারে না।
অপরদিকে, দায়ভাগ মতবাদ অনুযায়ী, যৌথ পরিবারের সদস্যগণ তাদের যৌথ পারিবারিক সম্পত্তির
অবিভক্ত অংশ যে কোন প্রকারে হস্তান্তর করতে পারে না।
১৫। মিতাক্ষরা মতবাদ
অনুযায়ী, অস্বতিত্বের জন্য কেবলমাত্র বিধবাই উত্তরাধীকারী হতে বঞ্চিত।
অপরদিকে, দায়ভাগ মতবাদ অনুযায়ী, অস্বতীত্বের জন্য বিধবা সহ অন্যান্য মহিলা উত্তরাধীকারীগণ
একইভাবে উত্তরাধীকার হতে বঞ্চিত।
১৬। মিতাক্ষরা মতবাদে, ”ফ্যাকটাম ভ্যালেট” নীতিকে সীমিত আকারে
স্বীকৃতি দেওয়া হয়েছে এবং প্রয়োগও সীমিত রাখা হয়েছে।
অপরদিকে, দায়ভাগ মতবাদে ”ফ্যাকটাম ভ্যালেট” নীতিকে ব্যাপক আকারে স্বীকৃতি দেওয়া হয়েছে
এবং প্রয়োগও ব্যাপক।
১৬। মিতাক্ষরা মতবাদে, পৈত্রিক সম্পত্তি হস্তান্তরে সীমিত
রাখা হয়।
অপরদিকে, দায়ভাগ মতবাদে পৈত্রিক সম্পত্তি হস্তান্তরে যথেষ্ট ক্ষমতার অধিকারী রয়েছে।
👉 ২য় ক্লাস
বিষয়: সংবিধান
শিক্ষক: শরীফ স্যার
👇 আলোচনার বিষয় বস্তু:
সংবিধানের ২৬, ২৭, ২৮, ২৯, ৩০, ৩১, ৩২ এবং ৩৩নং অনুচ্ছেদ নিয়ে আলোচনা করেছেন।
👉৩য় ক্লাস
বিষয়: আইন বিজ্ঞান
শিক্ষক: আল-আমিন স্যার
👇 আলোচনার বিষয় বস্তু:
সংবিধিবদ্ধ আইন (জাতীয় সংসদ কর্তৃক প্রণীত আইন)
মূল আইন ও পদ্ধতিগত আইনের পার্থক্য
উত্তরঃ (মূল আইন ও পদ্ধতিগত আইনের পার্থক্য)
মূল আইনঃ
১। অধিকার, দায়, দায়িত্ব সংঙ্গায়িত থাকে।
২। দন্ডবিধি চুক্তি আইন এর উদাহরণ
৩। পদ্ধতির সাথে সংযুক্ত নয়।
পদ্ধতিগত আইনঃ
১। অধিকার, দায়, দায়িত্ব বাস্তবায়ন করার পদ্ধতি থাকে।
২। সিআরপিসি, সিপিসি এর উদাহরণ
৩। পদ্ধতির সাথে সংযুক্ত।
দেওয়ানী কার্যবিধি নিছক পদ্ধতিগত আইন কিনা?
উত্তরঃ (দেওয়ানী কার্যবিধি নিছক পদ্ধতিগত আইন কিনা)
১। আপিল করার অধিকার
২। মিথ্যা মামলায় ২০,০০০/- ক্ষতিপূরণ পাওয়ার অধিকার
৩। ৯৫ ধারা অনুযায়ী অন্যায়ভাবে নেওয়ার জন্য ১,০০০/- ক্ষতিপূরণ
৪। ৩৯ আদেশের ৩বিধি অনুযায়ী অস্থায়ী নিষেধাজ্ঞা লংঘিত হলে ১বছর দেওয়ানী জেল।
৫। ৩৯ আদেশ বিধি ৫ক অনুযায়ী অন্যায়ভাবে অন্তবর্তী আদেশ দেওয়া হলে ১০,০০০/- ক্ষতিপূরণ।
👉৪র্থ ক্লাস
বিষয়: ইকুইটি আইন
শিক্ষক: শাম্মি ম্যাম
👇 আলোচনার বিষয় বস্তু:
কখন অস্থায়ী নিষেধাজ্ঞা জারী করা যাইতে পারে?
এছাড়াও ম্যাম আইন বিষয়ে ছাত্রদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন।




