২৫/১০/২০২৪ইং (শুক্রবার) ক্লাসের সংক্ষিপ্ত বিবরণী:
👉 ১ম ক্লাস
বিষয়: হিন্দু আইন
শিক্ষক: জগদিশ স্যার
👇 আলোচনার বিষয় বস্তু:
দায়ভাগ ও মিতাক্ষরা মতবাদের মধ্যে পার্থক্য নিয়ে আলোচনা করেছেন।
👉 ২য় ক্লাস
বিষয়: সংবিধান
শিক্ষক: শরীফ স্যার
👇 আলোচনার বিষয় বস্তু:
সংবিধানের ২২, ২৩, ২৩ক নং অনুচ্ছেদ নিয়ে আলোচনা করেছেন।
👉 ৩য় ক্লাস
বিষয়: টর্ট আইন
শিক্ষক: মোর্শেদ স্যার
👇 আলোচনার বিষয় বস্তু:
Volenti Non Fit Injuria:
১. সংশ্লিষ্ট কাজের ঝুকি সম্পর্কে বাদীর জ্ঞান ছিল। (Knowledge)
২. এরূপ ঝুকি সংশ্লিষ্ট কাজে বাদীর স্বেচ্ছা প্রণোদিত সম্মতি ছিল। (Concern)
Contributor Negligence কি সেটাও বুঝানো হয়েছে। কোন ঘটনায় Contributor Negligence থাকে তবে তা Volenti Non Fit Injuria:হবে না। সেক্ষেত্রে বাদী বিবাদীর থেকে আর্থিক ক্ষতিপূরণ পাবে।
Penal Code ধারা 340-348 তে আছে। Refernce: Haynes vs. Harwood (1935 IKB 145)
False Imprisonment: প্রত্যেক ব্যক্তিরই চলাফেরায় স্বাধীনতা আছে। বৈধ কারণ ব্যতিত কারোর চলার স্বাধীনতায় হস্তক্ষেপ করা হলে এবং তা স্বল্প সময়ের জন্য হলেও False Imprisonmentসংঘটিত হবে।
রেফারেন্স: Penal Code ধারা ৮৮ তে আছে।Herring Vs. Boyle (1834)
👉 ৪র্থ ক্লাস
বিষয়: শ্রম আইন
শিক্ষক: আকরাম স্যার
👇 আলোচনার বিষয় বস্তু:
** জরিমানা সম্পর্কে বিশেষ বিধান:- ২৫
(১) কোন মজুরী মেয়াদে প্রদেয় মজুরীর এক দশমাংশের অধিক পরিমাণ অর্থ কোন
শ্রমিককে জরিমানা করা যাইবে না।
(২) পনের বৎসরের কম বয়স্ক কোন শ্রমিকের উপর জরিমানা আরোপ করা যাইবে না।
(৩) কোন শ্রমিকের উপর আরোপিত জরিমানা কিস্তি ভিত্তিতে বা উহা আরোপের তারিখ হইতে
ষাট দিন অতিক্রান্ত হওয়ার পর আদায় করা যাইবে না।
(৪) কোন জরিমানা, যে অপরাধের জন্য আরোপিত হইয়াছে সে অপরাধ সংঘটনের তারিখেই উহা
আরোপিত হইয়াছে বলিয়া গণ্য হইবে।
(৫) সকল জরিমানা এবং উহার আদায় বিধি দ্বারা নির্ধারিত একটি রেজিস্টারে মালিক
কর্তৃক লিপিবদ্ধ করা হইবে, এবং আদায়কৃত জরিমানা কেবলমাত্র প্রতিষ্ঠানে নিয়োজিত
শ্রমিকগণের কল্যাণমূলক কাজে ব্যয় করা যাইবে।
(লাল রংয়ের পয়েন্ট ২টি পড়ানো বাকী রয়েছে। আগামীকাল পড়াবেন।


