১২/১০/২০২৪ইং ক্লাস (শনিবার)

Rony Hossain

 

১২/১০/২০২৪ইং (শনিবার) ক্লাসের সংক্ষিপ্ত বিবরণী:

👉 ১ম ক্লাস
বিষয়: শ্রম আইন
শিক্ষক: আকরাম স্যার

 

👇 আলোচনার বিষয় বস্তু:

ধারা ২৩ : অসদাচরণ এবং দণ্ড-প্রাপ্তির ক্ষেত্রে শাস্তি 


 👉 ২য় ক্লাস

বিষয়: ইসলামিক আইন
শিক্ষক: মুফতি আল-আমিন স্যার

 

👇 আলোচনার বিষয় বস্তু:

মৃত ব্যক্তির ওয়ারিশ ৩ ধরণের। 

১। জাবুল ফুরুজ বা কোরানিক শেয়ারার বা অংশীদার (পবিত্র কোরআনো যে ১২ জনের কথা ঘোষণা করা হয়েছে)
২। জাবুল আসাবাত বা অবশিষ্ট ভোগী
৩। জাবুল আরহাম বা দূরবর্তী আত্নীয়


# জাবুল ফুরুজ -১২ জন

১। মৃত ব্যক্তির স্বামী
২। মৃত ব্যক্তির স্ত্রী
৩। মৃত ব্যক্তির মা
৪। 
মৃত ব্যক্তির বাবা
৫। 
মৃত ব্যক্তির মেয়ে
৬। 
মৃত ব্যক্তির ছেলের মেয়ে
৭। 
মৃত ব্যক্তির আপন বোন
৮। 
মৃত ব্যক্তির মা শরীক ভাই
৯। 
মৃত ব্যক্তির মা শরীক বোন
১০। 
মৃত ব্যক্তির  বাপ শরীক বোন
১১। 
মৃত ব্যক্তির দাদা
১২। 
মৃত ব্যক্তির নানী, দাদী (যৌথ)


 👉 ৩য় ক্লাস

বিষয়: আয়কর আইন
শিক্ষক: বুলবুল স্যার

 

👇 আলোচনার বিষয় বস্তু:
৭নং সীট শেষে করেছেন।


 👉 ৪র্থ ক্লাস

বিষয়: সুনির্দিষ্ট প্রতিকার আইন
শিক্ষক: আরিফ স্যার

 

👇 আলোচনার বিষয় বস্তু:

ধারা: ৪২ ঃ ঘোষণামূলক মোকাদ্দমা
ঘোষণামূলক মামলা ২ ক্ষেত্রে করা যায়। যথাঃ
১। আইনগত অধিকার
২। আইনগত পরিচয়